সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখ-দুঃখ মিলিয়েই জীবন! তবু বিপদ সংকেত আগে থেকে জানা থাকলে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো যায়। আর এই সংকেত ধরতে পারা আসলে সংখ্যার খেলা! জন্ম সংখ্যাই আগাম চিনিয়ে দিতে পারে জীবনের সঠিক পথ, জীবনের 'রেড ফ্ল্যাগ'-'গ্রিন ফ্ল্যাগ'। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ৯ জন্ম সংখ্যার জাতক-জাতিকাদের খুঁটিনাটি।
জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৯, ১৮, ২৭ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৯।
জ্যোতিষশাস্ত্র বলছে, যাঁদের জন্ম সংখ্যা ৯, তাঁদের অধিপতি মঙ্গল। জাতকদের মধ্যে মঙ্গলের সমস্ত গুণাগুণ থাকে। ৯ ভীষণই শক্তিশালী সংখ্যা। পাশাপাশি সৌভাগ্য বহনকারীও বটে। ফলে এই জন্ম সংখ্যার অধিকারীদের জীবনে সহজেই নাম-যশ-সুখ আসে। তাঁরা অনেকটাই নারকেলের মতো হয়ে থাকেন। বাইরে থেকে বদমেজাজি, কঠোর কিন্তু মনের দিক থেকে তাঁরা ভীষণই নরম, দয়ালু। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও অন্যরকম হয়। খুবই সরল সাদাসিধে।
ইতিবাচক দিক: জাতকরা উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাসী। উন্নতির নেশায় বুঁদ। তাঁরা যেমন ক্ষমতাশালী তেমনই প্রভাব বিস্তার করতে পারদর্শী। প্রাণশক্তিতেও ভরপুর। সময় এবং নিয়ম মেনে চলা তাঁদের ভীষণ পছন্দ। অন্যদের অনুপ্রাণিত করতে পারেন সহজেই।
নেতিবাচক দিক: আগ্রাসী, একগুঁয়ে। ছোট ছোট বিষয়ে রেগে যান। কারও কথা শোনেন না। মুখের উপর সত্যি কথা বলে দেন। তাই অনেকে এই জাতকদের থেকে দূরত্ব বজায় রাখুন। বিপরীত লিঙ্গের প্রতি সহজেই আকৃষ্ট হন। সম্পর্কে জড়িয়ে পড়েন। যার মাশুল গুণতে হয় তাঁদের।
পেশা: সেনা বা পুলিশ তাঁদের জন্য আদর্শ পেশা। খেলার দুনিয়াতেও নাম অর্জন করতে পারবেন। তবে জমিজমা বেচাকেনায় প্রচুর লাভবান হবেন তাঁরা।
