shono
Advertisement
6 Birth Number

আদর্শ ঠিকানা গ্ল্যামার দুনিয়া! অল্প বয়সেই আকাশ ছুঁতে পারে ৬ জন্ম সংখ্যার জাতকরা

'স্ট্যাটাস' না মিললে আপনাকে মোটেও বন্ধু বানাবেন না এই জন্ম তারিখের জাতকরা।
Published By: Paramita PaulPosted: 07:16 PM Jun 04, 2025Updated: 10:42 AM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের উলটোদিকে থাকা মানুষটা কেমন? কী পছন্দ করেন, কী পছন্দ করেন না? আপনার সঙ্গে তাঁর মতের মিল হবে কতটা? সব 'সিক্রেট' লুকিয়ে নম্বরেই। জীবনের ওঠাপড়া থেকে প্রেম-বিরহ, সবের হদিশ লুকিয়ে থাকে নম্বরেই। কিন্তু কোন নম্বর? জন্ম সংখ্য়া। আসুন, আজ জেনে নেওয়া যাক ৬ জন্ম সংখ্যার জাতক-জাতিকাদের খুঁটিনাটি।

Advertisement

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৬, ১৫, ২৪ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৬।

জ্যোতিষবিজ্ঞান বলছে, যাঁদের জন্মতারিখ ৬ তাঁরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন হন। সহজেই বিপরীত লিঙ্গকে নিজের দিকে টানতে পারেন। ৬ জন্ম সংখ্যা অধিকারীদের মনের কথা নিশ্চিন্তে বলতে পারেন, কারণ তাঁদের কাছে গোপন কথাটি সযন্তে গোপনেই থাকবে। তাঁরা নিজেরাও অবশ্য চাপা স্বভাবের হয়ে থাকেন। বুক ফুটলেও মুখ ফোটে না তাঁদের! অল্প বয়সেই দামি গাড়ি-বাড়ির মালিক হন এঁরা। পেশাগত জীবনেও সহজেই সাফল্য। এককথায়, 'জো মে চাহু, ওহ ম্যাঁয় পাউ, সারি দুনিয়া জিত ম্যাঁয় যাউ'।

ইতিবাচক দিক- আকর্ষণীয় ব্যক্তিত্ব। চাপা স্বভাবের। সহজেই মেলে সাফল্য।

নেতিবাচক দিক- বাইরের সৌন্দর্যে সহজেই আকৃষ্ট হন। সেই সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করে বন্ধুত্ব করেন এঁরা। নিজেদের সামাজিক অবস্থানের চেয়ে নিচে থাকা মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পছন্দ করেন না। এঁরা ঠিক যেমনটা চান, তেমনভাবে কোনও কাজ না হলেই সহজেই মেজাজ হারান।

কেরিয়ার- মিডিয়া এবং প্রসাধনী ব্যবসায় সাফল্য পায়। সফল মডেল বা অভিনেতা-অভিনেত্রী হওয়ার সবগুণই এঁদের মধ্যে বর্তমান। নাচ-গান-অঙ্কনের মতো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে সবচেয়ে বেশি নাম-যশ ও প্রতিপত্তি এনে দিতে পারে মিডিয়া বা গ্ল্যামার দুনিয়াই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাঁদের জন্মতারিখ ৬ তাঁরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন হন।
  • বাইরের সৌন্দর্যে সহজেই আকৃষ্ট হন।
  • মিডিয়া এবং প্রসাধনী ব্যবসায় সাফল্য পায়।
Advertisement