shono
Advertisement
Weekly Horoscope

০৭-১৩ ডিসেম্বর ২০২৫: নানা বিষয়ে চিন্তা বাড়বে মিথুন রাশির, বাকিদের কেমন কাটবে সপ্তাহটা?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:33 AM Dec 07, 2025Updated: 11:33 AM Dec 07, 2025

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি ও চন্দ্র, সিংহে কেতু, বৃশ্চিকে রবি, মঙ্গল, শুক্র ও বুধ, কুম্ভে রাহু, মীনে শনি। ৭ ডিসেম্বর রাত্রি ৮.১৮ মিঃ মঙ্গল ধনুতে প্রবেশ করবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌ করা যায়। কর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ বাড়বে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। বাবার স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। চাকরিজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিনে‌্য তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। টাকাপয়সার ব‌্যাপারে সতর্ক থাকুন।

বৃষ

জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। এই সময় আর্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে বাড়তি নজর রাখুন। ছোট সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো নাও হতে পারে। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না। সাংসারিক অশান্তি মেটানোর জন‌্য গুরুজনদের পরামর্শ নিন। বিদ‌্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। বহুদিন ধরে চলা অর্থ সমস‌্যা ধীরে ধীরে কেটে যাবে। ব‌্যবসায় পাওয়া টাকা আদায় করতে গিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা।

মিথুন

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অনে‌্যর মতামত নিতে যাবেন না। ব‌্যবসায় ভূল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। বাড়িতে দামী সামগ্রীর খেয়াল রাখুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। এই সময় পেটের সমস‌্যায় কষ্ট পেতে পারেন। এই সময় চাকরীজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন।

কর্কট

আশা ও নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের পৈত্রিক সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। নিজ প্রচেষ্টায় নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। সপ্তাহের পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। পত্নীভাগে‌্য এই সময় ধনলাভের অাশা অমূলক নয়। গোপন শত্রুরা আপনার অনিষ্ট করার চেষ্টা করলেও সফল হবে না। এই সময় পা বা কোমরে আঘাতপ্রাপ্তির আশঙ্কা লক্ষ করা যায়। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন।

সিংহ

নিজের স্বাস্থে‌্যর ব‌্যাপারে যত্নবান হোন। ব‌্যবসায়ীরা আবেগের বশে কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবেন না। সপ্তাহের মধ‌্যভাগে প্রৌঢ় ও মধ‌্যবয়স্ক ব‌্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি। পারিবারিক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধে‌্য দাম্পত‌্য কলহ সন্তানের মনের উপর প্রভাব ফেলতে পারে। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস‌্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। স্ত্রীর প্রচেষ্টায় ভ্রাতা-ভগিনীদের সঙ্গে মতবিরোধ দূর হতে পারে। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনা উজ্জ্বল।

কন্যা

পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফলে‌্যর মুখ দেখতে পাবেন। ব‌্যবসায় এই সময় অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয়। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে। নতুন জমি-বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কিছু বাধা বিঘ্ন ও প্রতারকের পাল্লায় পড়তে পারেন। এই রাশির জাতিকারা শরীরের নিম্নভাগে ব‌্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন। পিতা বা মাতা কারও স্বাস্থে‌্যর অবনতি হতে পারে। এই সময় কর্মজীবনে বাধা-বিঘ্ন আসতে পারে। তবে কখনওই আত্মবিশ্বাস হারাবেন না।

তুলা

সপ্তাহটি উত্থানপতনের মধ‌্য দিয়ে চলবে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নববিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস‌্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহাযে‌্য উন্নতি ও অর্থাগম। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। পরিবারে আপনি সকলের জন‌্য কর্তব‌্য করলেও গুরুজন স্থানীয় কারও ব‌্যবহারে দুঃখ পেতে পারেন।

বৃশ্চিক

সপ্তাহের প্রারম্ভে পত্নীর শরীর-স্বাস্থ‌্য ভালো যাবে না। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে সুযোগ আসতে পারে। ছেলেমেয়েদের লেখাপড়ায় গাফিলতি ও অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ও আয়ত্ত বাড়বে। বন্ধুর সাহাযে‌্য সন্তানের চাকরির সুযোগ আসবে। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। এই সময় আর্থিক চাপ কম থাকবে ও বাড়তি উপার্জনের সুযোগ আসবে। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। ভাইবোনদের সঙ্গে তর্কবিতর্কে যাবেন না।

ধনু

ব‌্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য ভালো সময় আসবে। বিভিন্ন সূত্র থেকে এই সময় হাতে অর্থ আসবে। তবে বেহিসাবি খরচ সামলানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ‌্যই কোষ্ঠী-বিচার করে নেবেন। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। হস্তশিল্পীরা তাদের শিল্প-সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন।

মকর

সরকারি কর্মচারীদের জন‌্য সপ্তাহটি শুভ। প্রভাবশালী ব‌্যক্তির সাহাযে‌্য ব‌্যবসায় উন্নতি। মাতৃস্থানীয়া কারও অসুস্থতার জন‌্য মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন। বন্ধুবান্ধবদের মধে‌্য নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সন্তানেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য ধরে রাখতে পারবে। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। স্ত্রীর শরীর সামান‌্য খারাপ হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। নিজের শারীরিক সমস‌্যা পরিবারের কাছে লুকিয়ে রাখবেন না। বয়স্ক জাতক-জাতিকারা সমাজকল‌্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন।

কুম্ভ

বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অতিরিক্ত অর্থব‌্যয়ের যোগ লক্ষ‌ করা যায়। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। গৃহে মূল‌্যবান সামগ্রী ও টাকাপয়সা খুব সাবধানে রাখুন। শেয়ার বা লটারীতে হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অযথা চিন্তায় থাকবেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগে কষ্ট পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও কোনও অবস্থাতেও বিচলিত হবেন না। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারও স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ।

মীন

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী ব‌্যবসায় বিনিয়োগে ভালো ফল মিলবে। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পরিবারে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নিন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের সাফলে‌্যর জন‌্য সমাজে সম্মানিত হবেন। ব‌্যবসায়ীদের ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহটি উত্থানপতনের মধ‌্য দিয়ে চলবে তুলা রাশির।
  • গ্রহ সন্নিবেশ অনুযায়ী ব‌্যবসায় বিনিয়োগে ভালো ফল মিলবে মীন রাশির।
  • স্বাধীন পেশার সঙ্গে যুক্ত কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ।
Advertisement