shono
Advertisement

হাতে মদের বোতল নিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে ২ যুবক, তারপর…

দেখুন ভয়ঙ্কর সেই ভিডিওটি।
Posted: 01:22 PM Aug 04, 2017Updated: 07:52 AM Aug 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেশায় চুর, হাতে মদের বোতল, পা টলমল, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না, অথচ এই অবস্থাতেই রেলিং টপকে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিলেন দুই যুবক। আচমকাই পা হড়কে সোজা ২০০০ মিটার গভীর খাদে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার আম্বোলি ঘাটের কাভালা পয়েন্টে। জানা গিয়েছে, ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে তিন দিন হয়ে গেলেও তুমুল বৃষ্টি, জলের স্রোত এবং কুয়াশার কারণে তাঁদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গোটা ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।

Advertisement

[ঘুষ নেওয়ার অভিযোগ, সিবিআইয়ের জালে জিএসটি কাউন্সিলের সুপার]

মহারাষ্ট্রের আম্বোলা ঘাটটি পিকনিকের জন্য বিখ্যাত। বছরের বিভিন্ন সময় ওখানে অনেকেই বেড়াতে যান। জানা গিয়েছে, গত ১ আগস্ট বন্ধুদের সঙ্গে ইমরান গারাদি (২৬) ও প্রতাপ রাঠৌর (২১) নামে ওই যুবকও সেখানে গিয়েছিলেন। তখনই ঘটে দুর্ঘটনাটি। ঘটনা প্রসঙ্গে সুনীল ধানাওয়াড়ে নামে সামান্তওয়াড়ি থানার এক পুলিশ আধিকারিক জানান, ‘ইমরান ও প্রতাপরা মোট সাতজন এখানে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দুই যুবক খাদে পড়ে মারা গিয়েছেন। দু’জনের মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’ কোলাপুরে একটি পোলট্রি ফার্মে কর্মরত ইমরান ও প্রতাপ বন্ধুদের সঙ্গে আম্বোলি ঘাটে ঘুরতে এসেছিলেন। কিন্তু বন্ধুরা ফিরে গেলেও ওই দু’জন ফেরেননি। এরপরই বন্ধুরা থানায় খবর দেয়। পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করে স্থানীয় লোকজন ও দোকানদারের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারেন। এরপরই ঘটনাস্থলে যান তাঁরা। খাদের নিচে দু’জনের মৃতদেহও দেখতে পান পুলিশ আধিকারিকরা। কিন্তু ঘন কুয়াশা, বৃষ্টি এবং জলের স্রোতের কারণে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

[ভারতীয় সেনার থেকে তথ্য পেতে মধুচক্রের ফাঁদ চিনের]

এর মধ্যেই সামনে এসেছে ঘটনাটির ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মদ্যপ অবস্থায় ওই দুই যুবক খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরই টাল সামলাতে না পেরে পড়ে যান ২০০০ ফুট গভীরে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরালও হয়ে গিয়েছে।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার