shono
Advertisement

ফেসবুক লাইফে ‘চিরবিদায়’বার্তা, ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যুবককে বাঁচাল পুলিশ

সম্প্রতি অবসাদে ভুগছিলেন যুবক।
Posted: 07:23 PM Mar 29, 2023Updated: 07:24 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিরতরে বিদায়…।’ ফেসবুকে (Facebook) বার্তা দিয়ে একগুচ্ছ ট্যাবলেটে খেয়ে ফেলেন অবসাদে ভোগা এক যুবক। চূড়ান্ত তৎপরতার উদাহরণ রেখে ওই যুবকের প্রাণরক্ষা করল পুলিশ। ওই বার্তা চোখে পড়ার ৩ মিনিটের মধ্যে যুবকের বাড়িতে পৌঁছে যান পুলিশকর্মীরা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান যুবক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির (Delhi) নন্দনগরি এলাকার বাসিন্দা ২৫ বছরের ওই যুবক। বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন। সোমবার রাতে চরম সিদ্ধান্ত নেন। ৩০-৪০টি ট্যাবলেট খেয়ে ফেলেন। ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করায় পুলিশের নজরে পড়ে যান বিষয়টি। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিটের আধিকারিকেরা ঘটনা বোঝামাত্র পদক্ষেপ করেন। ফেসবুক লাইভেই দেখা গিয়েছিল, যুবকের হাতের মুঠোয় প্রচুর ট্যাবলেট। সঙ্গে লিখিত বিদায় বার্তা।

[আরও পড়ুন: প্রভাব খাটানোর অভিযোগ, ৩০ দিনের মধ্যে ১৩০০ কোটি জরিমানা দিতেই হবে গুগলকে]

মুহূর্তে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যুবকের মোবাইল নম্বর জোগাড় করে ফেলে আইএফএসও ইউনিট। এরপরই নন্দনাগরি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সতর্ক করা হয়। সোমবার রাত ৯টা ৬ মিনিটে খবর পান নন্দনাগরি থানার পুলিশ আধিকারিক। তিন মিনিটের মধ্যে দলবল নিয়ে যুবকের বাড়িতে পৌঁছান তিনি। তখন গাদাখানেক ট্যাবলেট অসুস্থ যুবক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যুবকের বাবা-মাও জানান, ৮ মার্চ থেকে অবসাদে ভুগছিলেন যুবক। সোমবার একগুচ্ছ ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

[আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা: ইডি-সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement