shono
Advertisement

জানেন, বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছে ‘নোটা’?

বছর তিনেক আগে হওয়া দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে তাকে প্রথমবার দেখতে পাওয়া যায়৷ এর আগে নির্বাচনে কোন জনপ্রতিনিধিকে পছন্দ না হলে ভোটাররা ভোটই দিতেন না৷ সেই নির্বাচনেই প্রথমবার নির্বাচন কমিশন নোটা বা ‘নান অফ দ্য অ্যাবোভ’ চিহ্ন-র সূচনা করে৷ চারটি রাজ্যে সেই চিহ্নে ভোট দেন প্রায় ১৫ লক্ষ মানুষ৷ শতাংশের হিসেবে মোট ভোটের দেড় শতাংশ৷ The post জানেন, বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছে ‘নোটা’? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:54 PM May 27, 2016Updated: 06:33 PM May 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগে হওয়া দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে তাকে প্রথমবার দেখতে পাওয়া যায়৷ এর আগে নির্বাচনে কোন জনপ্রতিনিধিকে পছন্দ না হলে ভোটাররা ভোটই দিতেন না৷ সেই নির্বাচনেই প্রথমবার নির্বাচন কমিশন নোটা বা ‘নান অফ দ্য অ্যাবোভ’ চিহ্ন-র সূচনা করে৷ চারটি রাজ্যে সেই চিহ্নে ভোট দেন প্রায় ১৫ লক্ষ মানুষ৷ শতাংশের হিসেবে মোট ভোটের দেড় শতাংশ৷

Advertisement

এর পর কেটে গিয়েছে তিন তিনটি বছর৷ দেশ-রাজ্য রাজনীতির অনেক অদল বদল হয়েছে৷ নোটা ব্যবহারকারীর সংখ্যা অর্থ্যাৎ জনপ্রতিনিধি অপছন্দ হওয়ার ট্র্যাডিশনও সমান তালে চলছে৷ বরং বলা ভাল নোটা ব্যবহারকারীর সংখ্যা দিন কে দিন বাড়ছে৷ জানেন কি, সম্প্রতি হওয়া পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে নোটা ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত শতাংশে৷ অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি—পাঁচটি রাজ্যের ৮২২ কেন্দ্রে নির্বাচন হয়েছে৷ এই পাঁচ রাজ্যে ১৭ লক্ষ ভোটার নোটায় তাঁদের মতামত জানিয়েছেন৷ পাঁচটি রাজ্যে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানের ৬২টি কেন্দ্রে বিজয়ী প্রার্থীর থেকে নোটা বেশি ভোট পেয়েছে৷ এরকম কেন্দ্রগুলির মধ্যে ১৭টি আসন জিতেছে জয়ললিতার এআইডিএমকে, দশটি করে আসন জিতেছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস৷ সাতটি আসন জিতেছে কলাইনর করুণানিধির ডিএমকে এবং পাঁচটি আসন জিতেছে সিপিএম৷ তিনটি আসন জিতেছে নরেন্দ্র মোদির বিজেপি৷ সবচেয়ে আশ্চর্য হল, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ৬০ লক্ষ ভোটার নোটায় তাঁদের মতামত জানিয়েছেন৷

The post জানেন, বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছে ‘নোটা’? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement