দেবব্রত মণ্ডল, বারুইপুর: পেটের দায়ে সুন্দরবনে (Sundarban) মাছ ধরতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার ৫ মৎস্যজীবী। কিন্তু বাড়ি ফেরা হল না তাঁদের একজনের। বাঘের হানায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, নিহত মৎস্যজীবীর নাম জাহাঙ্গির ঢালি। বয়স ৪৩ বছর। স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, রবিবার ৫ জন মৎস্যজীবীর একটি দল উত্তর ২৪ পরগনার সামশেরনগর এলাকা থেকে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। সোমবার দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের ৪ নম্বর ঝিলার জঙ্গলে মাছ ধরার সময় হঠাৎই তাঁদের উপর লাফিয়ে পড়ে বাঘ। এরপর জাহাঙ্গিরকে টানতে টানতে জঙ্গেলর ভিতরে নিয়ে যায় দক্ষিণরায়। ওই মৎস্যজীবীর সঙ্গীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
[আরও পড়ুন: ‘অ-কল্যাণের মুক্তি চাই’, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ হুগলি]
মৎস্যজীবীর সঙ্গীরা জানিয়েছেন, তাঁরা জঙ্গলে খোঁজাখুঁজি করলেও কোনও লাভ হয়নি। হদিশ মেলেনি জাহাঙ্গিরের দেহেরও। এরপরই ওই মৎস্যজীবীরা ব্যাঘ্র প্রকল্পের অফিসে যায়। সঙ্গে সঙ্গে জঙ্গলে তল্লাশি চালায় ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা। কিন্তু তারাও খুঁজে পাননি দেহ। মৎস্যজীবীরা জানিয়েছেন, সরকারি অনুমতি নিয়েই তাঁরা জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।
উল্লেখ্য, গত কয়েক মাসেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘের আক্রমণে অতিষ্ঠ স্থানীয় মানুষজন। কখনও লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ। আবার কখনও জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হচ্ছেন মৎস্যজীবীরা।