shono
Advertisement

আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল

সব পড়ুয়ার কাছে আধার কার্ড আদৌ কি আছে? The post আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 AM Mar 04, 2017Updated: 03:53 AM Mar 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার স্কুলে মিড ডে মিল পেতেও ছাত্র-ছাত্রীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ মিড ডে মিল পরিষেবাটিকে আরও স্বচ্ছ করে তুলতে মিড ডে মিলের রাঁধুনি, হেল্পার এবং মিড ডে মিল গ্রাহক অর্থাৎ ছাত্র-ছাত্রীদের আধার নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হল সরকারের তরফে৷

Advertisement

(গুরমেহরের বিরুদ্ধে সরব হলেন আরেক শহিদ কন্যা পূজা)

স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দপ্তর এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩০ জুন অবধি বিনা আধার কার্ডে শিশুদের মিড ডে মিল দেওয়া হবে৷ এই সময়ের পর আধার নম্বর ছাড়া আর মিলবে না মিড ডে মিল৷ ফলত এর মধ্যে সকলেই আধার কার্ড বানিয়ে ফেলবেন বলে আশা কেন্দ্রের৷

(এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই)

এই নিয়ম লাগু করার জন্য স্কুলগুলিতে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক৷ প্রসঙ্গত, দেশের প্রায় প্রায় ২৬ কোটি ছাত্র-ছাত্রী মিড ডে মিলের আওতায় পড়ে৷

The post আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement