Advertisement
'ঝুকেগা নেহি...', CBI তলবে নিজাম প্যালেসে নায়কের মতো এন্ট্রি অভিষেকের!
বেলা ১১ টায় সিবিআই দপ্তরে প্রবেশ করেন তিনি।
সিবিআইয়ের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। প্রতিশ্রুতি মতোই শনিবার সকালে নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে হরিশ মুখার্জির রোডের বাড়ি থেকে বের হয়ে কালো গাড়িতে চেপে সকাল ১০টা ৫৮ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান তিনি। কুন্তল ঘোষের চিঠি মামলাতেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নীল ডেনিম, কালো ফুল স্লিভ শার্টে নিজাম প্যালেসে ঢোকেন তিনি। তাঁকে দেখতে সিবিআই দপ্তরের বাইরে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের উদ্দেশে হাত নাড়েন অভিষেক।
মুখে হাসি, মনে আত্মবিশ্বাস। ঠিক এমনই বডি ল্যাঙ্গুয়েজে ধরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেন বুঝিয়ে দিতে চাইলেন, ইডি-সিবিআই দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না।
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে দিল্লি গিয়েও হাজিরা দিয়েছেন। আর দপ্তর থেকে বেরিয়ে এসে হুঙ্কার দিয়েছেন, যতবার ডাকা হবে, আসবেন। কারণ এধরনের তলবে তাঁকে ভয় দেখানো যাবে না।
Published By: Sulaya SinghaPosted: 02:19 PM May 20, 2023Updated: 04:02 PM May 20, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
