shono
Advertisement

এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?  

আগস্টে বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা মুন্নার৷ The post এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?   appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 PM Jul 31, 2018Updated: 05:20 PM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন এক বিরল দৃশ্য৷ যত দূর চোখ রাখবেন শুধু বেগুনি আর বেগুনি৷ হাজারও ফুলের ভিড়ে আন্নামালাই পাহাড় বেগুনি উপত্যকার রূপ নিয়েছে৷ প্রায় এক যুগ পর এমন বিরল দৃশ্যের সাক্ষী কেরলের মুন্নারবাসী৷ ঈশ্বরের নিজের দেশই ভরে উঠেছে নীলকুরিঞ্জি ফুলের রঙের ছটায়৷ চোখে না দেখলে মনে হবে কোনও শিল্পীর তুলির ছোঁয়ায় রং ফুটেছে ক্যানভাসে৷ এমন শোভা চাক্ষুষ করতে ইতিমধ্যেই মুন্নারে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের বহু পর্যটক৷

Advertisement

[OMG! ছিল গাধা হয়ে গেল জেব্রা, আজব কীর্তি চিড়িয়াখানায়]

[চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে]

এখন বন্ধ থাকলেও, আগস্টেই খুলে যাবে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দরজা৷ মুন্নার বেড়াতে যাওয়ার জন্য আদর্শ সময় আগস্ট৷ তাই সামনে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে, আপনিও পা বাড়াতে পারেন মুন্নারের পথে৷ অক্টোবর পর্যন্ত মুন্নারে থাকে নীলকুরিঞ্জি ফুলের মরশুম৷ পাহাড়ের উপর প্রায় ৩ হাজার হেক্টর জায়গা জুড়ে নীলকুরিঞ্জি ফুলের চাষ৷ ১২ বছর আগে ২০০৬ সালে এই ফুলের দেখা পেয়েছিলেন মুন্নারবাসী৷ ৩০ থেকে ৬০ সেন্টিমিটার লম্বা এই নীলকুরিঞ্জি গাছে মাত্র একবারই ফুল হয়৷ বীজ থেকে ফুল তুলতে প্রায় ১২ বছর সময় লাগে৷ নীলকুরিঞ্জি ফুলের ৪৫০ রকম প্রজাতি রয়েছে৷ তবে ভারতে ১৪৬ রকম ও কেরলে মাত্র ৪৩ রকম প্রজাতিরই ফুল দেখা পাওয়া যায়৷ ফুলের পাশাপাশি ন্যাশনাল পার্কে দেখা পাবেন নানা রকমের প্রজাপতি ও মৌমাছিরও৷ পার্কে ঢুকতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য লাগবে ১২০টাকা ও ছোটদের জন্য লাগবে মাত্র ৯০টাকা৷ ক্যামেরা নিয়ে পার্কে ঢোকার জন্য দিতে হবে আলাদা চার্জ৷   

[পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল, দেখা যাবে খালি চোখেও!]

[মেঘলা দিনে প্রকৃতির এই রূপ পরিবর্তনের সাক্ষী হয়েছেন?]

ছবি দেখেই মুন্নারের উদ্দেশে পাড়ি দিতে ইচ্ছা করছে তো? মনে হচ্ছে ইট-কাঠ-কংক্রিটের জগত ছেড়ে বেগুনি ফুলের বাহারে হারিয়ে যেতে? তাই আর দেরি না করে গুছিয়ে নিন ব্যাগপত্র৷ পা বাড়ান মুন্নারের আনামালাই পাহাড়ের দিকে৷ চলতি বছরই হারিয়ে যান ফুলের দেশে, নইলে কিন্তু আবার ১২ বছরের অপেক্ষা৷   

The post এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement