সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও হয় তো কাজে লাগবে, এই ভেবে কত কিছুই না বাড়িতে গুছিয়ে রেখে দেওয়া হয়৷ কিন্তু প্রয়োজনের সময় তা হাতের কাছে খুঁজে পাওয়া যায় না৷ পরে যখন খুঁজে পান ততদিনে তার প্রয়োজন ফুরিয়েছে৷ অর্থাৎ পুরনো জিনিস গুছিয়ে রেখে শুধু জায়গা নষ্ট ছাড়া আর কিছুই হল না৷ নিজের বাড়ি পরিচ্ছন্ন রাখার জন্য তাই আজই ফেলে দিন কিছু অব্যবহার্য বাড়তি সামগ্রী৷
[জানেন কি, রান্নাঘরের আদল দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব]
ধরুন আপনি একটি প্যাকেটে থাকা টমেটো কেচাপ বা কোনও মশলা কিনলেন৷ একদিন রান্নায় ব্যবহারের পর তা বেশি হয়ে গেল৷ ভাল করে রেখে দিলেন৷ ভাবলেন, পরের দিনের রান্নায় বেঁচে যাওয়া ওই মশলা ব্যবহার করবেন৷ কয়েকদিন পর একই পদ রান্না করলেন ঠিকই, কিন্তু ততক্ষণে ওই মশলার কথা আপনি ভুলে গিয়েছেন৷ পরে যখন আপনার মশলার কথা মনে পড়ল তখন তা এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে৷ তাই অতিরিক্ত মশলা থাকলে একটি ডায়েরিতে লিখে রাখুন৷ আর না হলে রান্নাঘরের জায়গা বোঝাই করে না রেখে তা ফেলে দেওয়াই ভাল৷
যখন ট্রেনে করে দূরে কোথাও বেড়াতে যাব, তখন কাজে লাগবে৷ এই ভেবে বাড়িতে প্লাস্টিকের চামচ গুছিয়ে রেখে দেওয়ার অভ্যাস অনেক মহিলারই রয়েছে৷ কিন্তু চামচ গুছিয়ে রাখার পর বেড়ানোর পরিকল্পনা করার মাঝে কেটে গিয়েছে অনেকদিন৷ প্লাস্টিকের অব্যবহার্য ওই চামচ অনেকদিন ফেলে রেখে ব্যবহার করলে আপনার শরীরে নানা ক্ষতি হতে পারে৷ তাই সুস্থ থাকতে চাইলে এই অভ্যাস আজই বদলান৷
[ঘরোয়া উপায়ে এভাবেই সারিয়ে ফেলুন আঁচিল]
ইউটিউবে পুরনো জামা দিয়ে ব্যাগ বা পুরনো মোজা দিয়ে নানা কারিকুরি করার ভিডিও দেখেন? শুধু ভিডিও দেখাই নয়, আপনি কি ওই ভিডিও দেখে নিজেও নানা জিনিস তৈরি করার ভাবনাচিন্তা করেন? তাই বাড়ি ভরতি করে পুরনো মোজা, জামাকাপড় গুছিয়ে রাখেন নিশ্চয়ই? কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও পুরনো জামা বা মোজা দিয়ে কোনও জিনিসই এখনও তৈরি করে উঠতে পারেননি তাই তো? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন পুরনো জামাকাপড়৷ দেখবেন তাতে বাড়ি পরিষ্কার থাকবে৷ পরিচ্ছন্ন ঘর আপনাকে পজিটিভ এনার্জিরও জোগান দেবে৷
[কীভাবে সাজাবেন পড়ার ঘর, ইন্টেরিয়রে হাত দেওয়ার আগে কয়েকটা টিপস]
আপনার কি অফিসে যেতে ভাল লাগছে না? ইচ্ছা করছে না কোনও কাজ করতে? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি পরিষ্কারে মন দিন৷ কারণ বাস্তু বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার বাড়ি আপনার পজেটিভ এনার্জির উৎস৷ তাই তাড়াতাড়ি বাড়ি পরিষ্কার করুন৷ ফেলে দিন বাড়ির কোণে অযত্নে পড়ে থাকা পুরনো ওষুধপত্র৷
[সর্দি-কাশিতে জেরবার? রোগ সারাতে বাড়িতেই বানান কফ সিরাপ]
রান্নাঘর ঘেঁটে দেখুন ঢাকনা ছাড়া কৌটোর সন্ধান পাবেন৷ কিন্তু কৌটো ফেলে দিতে মন চায় না৷ তাই যতদিন সম্ভব তা রান্নাঘরে গুছিয়ে রাখি আমরা৷ ঢাকনা ছাড়া কৌটোতে আপনার অজান্তে কতই না জীবাণু আশ্রয় নেয়৷ তাই নিজেকে সুস্থ রাখতে আজই রান্নাঘর থেকে সরিয়ে ফেলুন ঢাকনা ছাড়া কৌটো৷ পরিবর্তে সেখানে রাখুন নতুন কিছু৷ দেখবেন আপনার সাধের রান্নাঘরের চেহারাই বদলে গিয়েছে৷
[ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করুন পারফিউম]
The post সুস্থ থাকতে চাইলে বাড়িতে এই জিনিসগুলি ভুলেও রাখবেন না appeared first on Sangbad Pratidin.