সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ মঞ্চে শান্তির কথা বললেও চিন আছে চিনেই। ফের গালওয়ান সংঘর্ষের স্মৃতি উসকে কাঁটাযুক্ত গদা কিনছে লালফৌজ। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেই অস্ত্র আবারও ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষে যে ধরনের হাতিয়ার ব্যবহার করেছিল চিনা সেনারা, অনুরূপ অস্ত্র আবার কিনছে তারা। ফলে প্রশ্ন উঠেছে, আবার কি গোপনে গালওয়ানের মতো কোনও হামলার ছক কষছে চিনের পিপলস লিবারেশন আর্মি। জানা গিয়েছে, ২ হাজার ৬০০টি কাঁটাযুক্ত গদা কিনছে লালফৌজ। সেই গদার তিনটি অংশ রয়েছে। সবচেয়ে উপরে স্টিলের কাঁটাযুক্ত ফোলা অংশ, এটিই শত্রুকে আঘাত করতে কাজে লাগে। সব মিলিয়ে অস্ত্রটি ১.৮ মিটার লম্বা।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় (Galwan Valley) মুখোমুখি হয় ভারত ও চিনের ফৌজ। দু’পক্ষের জওয়ানরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। তবে তাতে আঁচ কিছুটা কমলেও উত্তেজনা কমেনি।
[আরও পড়ুন: ইউক্রেনে মহিলাকে গণধর্ষণ, চার বছরের শিশুর যৌন হেনস্তার গুরুতর অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে]
এদিকে, দিল্লিতে জি-২০ বৈঠকে সীমান্ত সংঘাতের ছায়া স্পষ্ট দেখা যায়। কূটনৈতিক সৌজন্য বজায় রেখেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ‘অস্বাভাবিক’ পরিস্থিতি নিয়ে চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংকে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ইউক্রেন যুদ্ধের আবহে এবছর জি-২০ গোষ্ঠীর সভাপতি পদে বসেছে ভারত। চলতি মাসের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত হয় জোটের বিদেশমন্ত্রীদের বৈঠক। সেখানে হাজির ছিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ব্রিটেনের বিদেশসচিব জেমস ক্লেভারলিও চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং-সহ অনেকেই। ওই বৈঠকের ফাঁকেই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা সারেন জয়শংকর।