সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তরেখায় আবারও নতুন করে উত্তপ্ত কাশ্মীর। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে গোলাগুলি চালায় পাকিস্তানি সেনা৷ শহিদ এক ভারতীয় জওয়ান৷ আহত হয়েছেন আরও তিনজন৷ তাঁরা সেনা হাসপাতালে ভরতি রয়েছেন৷
[ভোটের আঁচ লাগছে শেয়ার বাজারেও, বাড়ছে বিদেশি লগ্নি]
সোমবার সকালে আচমকাই গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তরেখা৷ রাজৌরির সুন্দরবানি সেক্টরে এদিন ছোট আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালাতে শুরু করে পাক বাহিনী। পালটা পাকিস্তানের গোলাগুলির জবাব দেয় ভারতীয় সেনা৷ প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ভারতীয় বাহিনী পালটা জবাব দিলে সকাল ৭.১৫ নাগাদ শেষ হয় গোলাগুলি। রবিবার সন্ধেতেও সীমান্তের ওপার থেকে গোলাগুলি চালানো হয়। সোমবার সকালের আচমকা হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান শহিদ হন৷ আরও তিনজন ভারতীয় সেনাও জখম হন৷ তাঁরা স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন৷
[PUBG-র নেশায় বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের]
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারান চল্লিশেরও বেশি ভারতীয় জওয়ান৷ তারপর থেকেই প্রতিহিংসার আগুনে ফুঁসছিল গোটা দেশ৷ পালটা জবাব হিসাবে পাকিস্তানে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ বালাকোটে গুঁড়িয়ে যায় তিনটি জঙ্গি ঘাঁটি৷ তার ঠিক পরেরদিনই ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে আক্রমণ হানার চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান এফ ১৬৷ তাকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান৷ তাঁকে বন্দি করে পাকিস্তান৷ অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা দেন৷ মুখে শান্তির কথা বললেও, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন চলেই যাচ্ছে৷ প্রায় প্রতিদিনই সীমান্তরেখায় গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা৷
The post ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ১ ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.