shono
Advertisement

খসড়া তালিকায় বিজেপি বিধায়কের ‘পুরুষ’ স্ত্রী! বিতর্কের চূড়ায় নাগরিকপঞ্জি

তালিকায় কীভাবে স্থান পেল জঙ্গি নেতা? The post খসড়া তালিকায় বিজেপি বিধায়কের ‘পুরুষ’ স্ত্রী! বিতর্কের চূড়ায় নাগরিকপঞ্জি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:13 PM Aug 01, 2018Updated: 07:49 PM Aug 02, 2018

মণিশংকর চৌধুরি, গুয়াহাটি: জাতীয় নাগরিকপঞ্জিতে ভূরি ভূরি অসঙ্গতি৷ আগেই অভিযোগ তুলছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই অভিযোগের প্রমাণ পাচ্ছেন অসমের মানুষ৷ কোথাও জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে প্রাক্তন রাষ্ট্রপতির ভাইয়ের পরিবার, কোথায় আবার তালিকায় নাম নেই পরিচিত অধ্যাপকের৷ অথচ তালিকায় স্থান পেয়েছেন আলফা জঙ্গি নেতা পরেশ বড়ুয়া৷ নাগরিকপঞ্জির খসড়া প্রকাশ হতেই চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসমে বসবাসকারী  ৪০ লক্ষ মানুষ৷ বাদ গেলেন না খোদ বিজেপি বিধায়কও৷ অভিযোগ, অসমের হোজই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের স্ত্রীকে ‘পুরুষ’ বলে উল্লেখ করা হয়েছে নাগরিকপঞ্জির খসড়ায় ৷

Advertisement

[দাম্পত্য অশান্তির জের, ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক]

অসমে এনআরসি ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি৷ বিরোধীদের সম্মিলিত আন্দোলনে বেসামাল মোদি সরকার৷ বিতর্কের উত্তাপ পৌঁছে গিয়েছে সংসদে৷ তালিকায় অসঙ্গতির অভিযোগে বাড়ছে ক্ষোভ৷ সাধারণ নেতা-মন্ত্রীর কথা বাদ দিন, তালিকায় নাম নেই প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপো জিয়াউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের৷ শুধু তাই নয়, কারও কারও আবার দু’বারও নাম উঠেছে। এমনও হয়েছে যে, নাগরিকপঞ্জিতে পরিবারের সকলেরই নাম উঠেছে। বাদ পড়েছেন শুধু একজন কিংবা দু’জন। 

[শুধু সংখ্যালঘু নয়, কতটা ক্ষতিগ্রস্ত অসমের হিন্দু বাঙালিরা?]

তাহলে কি যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা উপযুক্ত নথি-সহ আবেদন করেননি? অসমের স্থানীয় সংবাদমাধ্যমকে কিন্তু অনেকেই জানিয়েছেন, নাগরিক পঞ্জিতে আবেদন করার সময় পরিবারের সবাই একসঙ্গে করেছিলেন৷ কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, পাঁচ-সদস্যের পরিবারের তিনজনের নাম থাকলেও দু’জনের নাম নেই৷ সাধারণ মানুষ নাম বাদ পড়লেও নাম উঠেছে জঙ্গি নেতার৷ নাগরিকত্বের তালিকায় জ্বলজ্বল করছে নিষিদ্ধ আলফা জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার নাম৷ ৪০ লক্ষ মানুষকে ভিটেছাড়া করার বন্দোবস্ত করে কীভাবে জঙ্গি নেতার নাম তালিকায় স্থান পেল? প্রশ্ন তুলছেন আম জনতা৷

The post খসড়া তালিকায় বিজেপি বিধায়কের ‘পুরুষ’ স্ত্রী! বিতর্কের চূড়ায় নাগরিকপঞ্জি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement