shono
Advertisement

Breaking News

দেশের বাজারে Asus-এর চার নয়া স্মার্টফোন

চারটি নতুন স্মার্টফোনের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও দাম জেনে নিন... The post দেশের বাজারে Asus-এর চার নয়া স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Aug 17, 2016Updated: 04:18 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে বুধবার একসঙ্গে চারটি নতুন স্মার্টফোন নিয়ে এল তাইওয়ানের সংস্থা আসুস৷ জেনফোন ৩ সিরিজের চারটি স্মার্টফোন জেনফোন ৩ ডিলাক্স, জেনফোন ৩ আল্ট্রা, জেনফোন ৩ লেজার ও জেনফোন ৩-এর সম্ভার নিয়ে এল আসুস৷

Advertisement

আসুস জেনফোন ৩ মডেলের দাম ২১, ৯৯৯ টাকা৷ জেনফোন ৩ ডিলাক্স ও আল্ট্রার দাম ৪৯,৯৯৯ টাকা৷ লেজার মডেলটির দাম ১৮,৯৯৯ টাকা৷ এর চেয়ে দামি স্মার্টফোনের সিরিজ এর আগে ভারতে নিয়ে আসেনি আসুস৷ ১৭ আগস্ট থেকে দেশের শীর্ষ ই-কমার্স সাইটগুলিতে হ্যান্ডসেটগুলির বিক্রি শুরু হবে৷ আপাতত আসুস জেনফোন ৩ মডেলটি অনলাইনে মিলবে৷ সেপ্টেম্বরে মিলবে বাকি মডেলগুলি৷

১. প্রথমে আসা যাক জেনফোন ৩ মডেলের কথায়৷ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট বেসড এই স্মার্টফোনের ডিসপ্লে ৫.২ ইঞ্চির, ফুল এইচডি৷ বাহ্যিক আঘাত থেকে ফোনকে রক্ষা করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস৷ অক্টা-কোর্ স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ক্লাবড ৩ জিবি ব়্যাম৷ ইন্টারনাল মেমোরি ৩২ জিবি৷

ডুয়াল সিম সাপোর্টেড এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্টে ৮ এমপি৷ রয়েছে ডুয়াল টোন ফ্ল্যাশ৷ ফোর-জি এই ফোনের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটসাঁট৷ বুড়ো আঙুলের ছাপের সাহায্যে খোলা যাবে এই ফোন, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ব্যাটারি ৩০০০ এমএএইচ-এর৷ আসুস জেনফোন ৩ মডেলের দাম ২১, ৯৯৯ টাকা৷ এই একই মডেলের ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি, ৪ জিবি ব়্যাম ও ৫.৫ ইঞ্চি স্ক্রিন-যুক্ত ভেরিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা৷

২. আসুস জেনফোন ৩ ডিলাক্স সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ এই ফোনে আসুস ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর৷ ৬ জিবি ব়্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরির হ্যান্ডসেটটির দাম ৪৯,৯৯৯ টাকা ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরির হ্যান্ডসেটটির দাম ৬২,৯৯৯ টাকা৷ এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, প্রাইমারি ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের, ফ্রন্টে ৮৷ ভিডিও রেকর্ডিং হবে ফোর-কে মোডে৷

৩. আসুস জেনফোন ৩ আল্ট্রা-র স্ক্রিন এই সিরিজের মধ্যে সবচেয়ে বড়৷ ৬.৮ ইঞ্চির এই ফ্যাবলেটের (ফোন ও ট্যাবলেটের যুগলবন্দি) দাম ৪৯,৯৯৯ টাকা৷ ২৩ এমপি রিয়ার ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা যুক্ত এই ফোনটি শুধুমাত্র ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি-সহ পাওয়া যাবে৷ দ্রুত চার্জ দেওয়ার জন্য এই স্মার্টফোনে রয়েছে কুইক চার্জ ৩.০ টেকনোলজি৷ ৪৬০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি যুক্ত এই ফোনটির ব়্যাম ৪ জিবি৷

৪. এই সিরিজের সবচেয়ে সস্তা, বাজেট স্মার্টফোনটি হল আসুস জেনফোন ৩ লেজার৷ এই ফোনের বিশেষত্ব হল মাত্র ০.০৩ সেকেন্ডে ফোকাস করে ছবি তোলার সুবিধা রয়েছে৷ এছাড়া ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১৩ এমপি রিয়ার ক্যামেরার সঙ্গে সোনির ইমেজ স্টেবিলাইজেশন৷ ৪ জিবি ব়্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা৷

The post দেশের বাজারে Asus-এর চার নয়া স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement