shono
Advertisement

ঢাকার বিস্ফোরণে বেড়ে চলেছে মৃতের সংখ্যা, স্বজনহারার কান্নায় ভারী হাসপাতাল চত্বর

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে মৃত অন্তত ১৭।
Posted: 08:24 PM Mar 07, 2023Updated: 08:24 PM Mar 07, 2023

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭-তে। আহত শতাধিক। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মহম্মদ শাহজাহান শিকদার জানাচ্ছেন, বিস্ফোরণে বিআরটিসি কাউন্টারের পাশের ৫ তলা ভবন ও তার পাশের ৭ তলা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা কামাল জানাচ্ছেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে আচমকাই বিস্ফোরণ ঘটায় কেঁপে ওঠে এলাকা। রাতারাতি ছড়িয়ে পড়ে আতঙ্ক।

[আরও পড়ুন: রাঙিয়ে দিয়ে যাও…, শোভন-বৈশাখীর জীবনে বসন্ত, চুমুক ঠান্ডাইয়েও, দেখুন ছবি]

এদিকে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বাইরে আহতদের আত্মীয়দের ভিড়। তাঁদের আশঙ্কার পাশাপাশি স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গন। ঘনঘন অ্যাম্বুল্যান্সের সাইরেনের শব্দও শোনা যাচ্ছে।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে মঙ্গলবার রাত থেকেই শুরু সবেবরাত। তার ঠিক আগেই এই ধরনের বিস্ফোরণকে সন্ত্রাস হানা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস।

[আরও পড়ুন: বাবা হওয়ার ক্ষমতা নেই বলেই বিয়ে করছেন না রাহুল গান্ধী! বিস্ফোরক বিজেপি নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement