সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে নজির গড়ল বাংলাদেশ (Bangladesh)। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ ছিল বৃহস্পতিবার। এই প্রথম বাংলাদেশের বোলাররা বিপক্ষের ১০ উইকেট তুলে নেয়। প্রথম বার ১০ উইকেটে ওয়ানডে জেতে বাংলার বাঘরা।
আয়ারল্যান্ড এদিন প্রথমে ব্যাট করে ১০১ রানে শেষ হয়ে যায়। মাত্র ২৮.১ ওভার ব্যাট করতে সক্ষম হয় আইরিশরা। কার্টিস ক্যাম্ফার সর্বোচ্চ ৩৬ রান করেন। জবাব দিতে নেমে বাংলাদেশ ১৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয়। তামিম ইকবাল ৪১ ও লিটন দাস ৫০ রানে অপরাজিত থেকে যান।
[আরও পড়ুন: চাকরি যাচ্ছে কনস্ট্যান্টাইনের, এফএসডিএল-কে চিঠি পাঠাবে ইস্টবেঙ্গল]
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৫টি উইকেট নেন। তাসকিন আহমেদ তিনটি এবং এবাদত হোসেন ২টি উইকেট দখল করেন।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা বিপক্ষের সবচেয়ে বেশি ৮টি উইকেট নিতে পেরেছিলেন। এদিন বিপক্ষের ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ১০ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। অতীতে ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছিল। এটিই ছিল সবচেয়ে বড় জয়। এদিন নতুন রেকর্ড বাংলাদেশের।