shono
Advertisement
Bangladesh

১০ দিনে দ্বিতীয়বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ঢাকার, মৌলবাদীদের মন যোগানোই লক্ষ্য ইউনুসের!

মঙ্গলবার সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে ভারতের রাষ্ট্রদূতকে।
Published By: Amit Kumar DasPosted: 11:27 AM Dec 23, 2025Updated: 11:27 AM Dec 23, 2025

সুকুমার সরকার, ঢাকা: মৌলবাদীদের খুশি করে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশের উপদেষ্টা সরকার! বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশমন্ত্রক। মঙ্গলবার সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে ভর্মাকে। কেন তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, নয়াদিল্লি, কলকাতা-সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এই নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বার তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের বিদেশসচিব আসাদ আলম সিয়াম। গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশকিছু ভিসাকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এরপর গত সোমবার একরাতে ভারতে বাংলাদেশের তিনটি ভিসাকেন্দ্র বন্ধ করে দেয় ঢাকা। এরপরই তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে। সূত্রের খবর, প্রণয় ভার্মাকে ডেকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ ভিসাকেন্দ্রগুলির নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফে।

এই নিয়ে গত ১০ দিনের মধ্যে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার মন্ত্রকে তলব করা হল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। এর আগে গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রধান শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া আটকাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। অপরাধীরা যদি ভারতে প্রবেশ করে তবে তাঁদের গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগাতার 'উসকানিমূলক' বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়।

সেই ঘটনার পর গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পালটা তলব করে ভারতের বিদেশমন্ত্রকে। ঢাকা ও নয়াদিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পরপর তলবের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যদিও বাংলাদেশের এই পদক্ষেপের নেপথ্যে মৌলবাদের বাড়াবাড়ি দেখছে কূটনৈতিক মহল। বর্তমান ইউনুস সরকার পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে ভারত বিদ্বেষী এই শক্তির দ্বারা। তাঁদের মন যোগাতেই ইউনুসের এই অতিসক্রিয়তা বলে মনে করা হচ্ছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৌলবাদীদের খুশি করে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশের উপদেষ্টা সরকার!
  • বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশমন্ত্রক।
  • মঙ্গলবার সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে ভর্মাকে।
Advertisement