shono
Advertisement
BNP

'পথ হারিয়ে তারেক রহমানের দরবারে', লন্ডনের বৈঠক নিয়ে ইউনুসকে খোঁচা বিএনপি-র

শুক্রবার লন্ডনের হোটেলে ইউনুস-তারেকের বৈঠক হওয়ার কথা।
Published By: Sucheta SenguptaPosted: 07:16 PM Jun 12, 2025Updated: 07:22 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব পথ হারিয়ে ড. ইউনূস এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়েছেন। এমনই কটাক্ষ খালেদা জিয়ার দলের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের। তাঁর কথায়, ‘‘ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন। উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছেন। টানা ১২ ঘণ্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেলেন! বলছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দিন।''

Advertisement

বৃহস্পতিবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের একটি অনুষ্ঠানে ফজলুর রহমান এসব কথা বলেন। তাঁর আরও বক্তব্য, ‘‘আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম, বাপ ইলেকশন দেওন লাগবো। আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা? আমি বলেছিলাম, সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যায়। ১৫ দিন আগেও যে ইউনুস সাহেব ছ'দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও একঘণ্টা সময় দিতে চাননি, এখন ১২ ঘণ্টা ফ্লাইট চালাইয়া গেছেন আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য।’’

তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হবে শুক্রবার। এ নিয়ে ফজলুর রহমানের আশা, '' ইউনুস সাহেব সৎভাবে, সত্য কথা বলবেন। ইউনুস সাহেব, আপনি আমার চেয়ে নয় বছরের বড়, আপনি আমার মুরুব্বি। আপনি নোবেল পুরস্কারপ্রাপ্ত। আমি আশা করব, তারেক রহমানের সঙ্গে আলোচনা মধ্যে দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না। এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তারেক রহমানের সঙ্গে ইউনুসের বৈঠক নিয়ে বিএনপি-র খোঁচা।
  • বিএনপি-র উপদেষ্টা ফজলুর রহমানের কটাক্ষ, 'পথ পাওয়ার জন্য আমাদের নেতার কাছে যাচ্ছেন।'
Advertisement