shono
Advertisement
Khaleda Zia

প্রবল শ্বাসকষ্ট, ফের CCU-তে ভর্তি খালেদা জিয়া, কী জানাল বিএনপি?

দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ডের আওতায় তাঁর চিকিৎসা চলছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:24 PM Nov 27, 2025Updated: 05:34 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)। রাজধানী ঢাকার এক হাসপাতালে সিসিইউ-তে ভর্তি ৮০ বছরের বিএনপি সুপ্রিমো। তাঁর চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। সেই বোর্ড ২৪ ঘণ্টাই খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে। প্রয়োজনমতো চিকিৎসা হচ্ছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী সদস্য জাহিদ হোসেন। দলের তরফেও সর্বক্ষণ খালেদা জিয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভোটের আগে বিএনপি সুপ্রিমোর এই অসুস্থতা দলের উদ্বেগ বাড়িয়েছে নিঃসন্দেহে।

Advertisement

দলীয় সূত্রে জানা যাচ্ছে, গত রবিবার (২৩ নভেম্বর) নিজের বাসভবনেই অসুস্থ হয়ে পড়েছিলেন খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এই অবস্থায় বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার এক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সময় তখন প্রায় রাত ৮টা। সেখানে ৮০ বছর বয়সি খালেদা জিয়ার চিকিৎসায় তৈরি হয় মেডিক্যাল বোর্ড। সিসিইউ-তে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর। তবে এই মুহূর্তে কেমন আছেন তিনি, সে সম্পর্কে হাসপাতালের তরফে বিশেষ তথ্য পাওয়া যাচ্ছে না।

দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিতে জটিলতা-সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছেন তাঁর। বছরের গোড়ার দিকে দীর্ঘ প্রায় ৫ মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন বিএনপি সুপ্রিমো। মে মাসে তিনি দেশে ফিরেছেন। রবিবার তাই আচমকা খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এদিন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে দেখা করেছেন নেত্রীর সঙ্গে। জাহিদ জানিয়েছেন, নেত্রীর জন্য তৈরি মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা হচ্ছে চেয়ারপার্সনের। 

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির-সহ দলের বর্ষীয়ান নেতারা উপস্থিত থাকবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অসুস্থ হয়ে সিসিইউ-তে ভর্তি বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া।
  • প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে গত রবিবার ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়।
  • মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
Advertisement