shono
Advertisement
BNP

একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী নয়, নির্বাচনে সংস্কার নীতিতে প্রস্তাবের বিপক্ষে বিএনপি!

বিএনপির প্রস্তাব, দুই মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতেই পারেন কেউ।
Published By: Sucheta SenguptaPosted: 09:41 PM Apr 20, 2025Updated: 09:45 PM Apr 20, 2025

সুকুমার সরকার, ঢাকা: এক ব্যক্তি একইসঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার নিয়ে কমিশনের এই সুপারিশের বিরোধিতা করল বিএনপি। এছাড়া কোনও ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংস্কার প্রক্রিয়ায় এই প্রস্তাবের বিপক্ষেও অবস্থান বিএনপির। তাদের বক্তব্য, টানা দু'বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে, সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনও যৌক্তিকতা নেই।  বিষয়টি নিয়ে বিএনপির এই অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার, ঢাকায় জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্যে কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি একথা বলেন।

Advertisement

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ যদি কোনও ব্যক্তিকে দুই মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না। আলোচনায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। তাঁরা হলেন - দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘‘সংস্কার কমিশনের মৌলিক অধিকারের পরিসর বৃদ্ধির বিষয়ে আমরা ভিন্ন মতামত দিয়েছি। বিএনপির অবস্থান হলো, মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। এটার পরিধি বাড়ালে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে। তাই আমরা অনেক বিষয় অন্তর্ভুক্ত না করে রাষ্ট্র যেটুকু বহন করতে পারবে, সেটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছি।''

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের বিপক্ষে অবস্থান জানিয়ে সালাহউদ্দিন আহমদের আরও বক্তব্য, ‘‘আমরা এটার বিপক্ষে মতামত দিয়েছি। বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চায়।’’ বিএনপির মতে, সংসদে নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার বিষয়ে বিএনপি একমত। কিন্তু এখন যেমন আছে, সেটা আগামী সংসদ পর্যন্ত বহাল থাকতে হবে। আগামী সংসদ গঠিত হওয়ার পর তাঁদের (নারীদের) কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়েও একমত নয় বিএনপি। দলটির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ''এটা বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি সংকুচিত হবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচন রীতিতে সংস্কার নিয়ে কমিশনের প্রস্তাবের বিরোধিতা বিএনপির।
  • একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাবের বিপক্ষে খালেদা জিয়ার দল।
  • তাদের প্রস্তাব, দুই মেয়াদের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হতেই পারেন কেউ।
Advertisement