shono
Advertisement
Bangladesh

'জয় বঙ্গবন্ধু' স্লোগান তুলে আওয়ামি লিগে যোগ বিএনপি নেতার, বললেন, 'হাসিনা আসবেনই'

নিজের ফেসবুকে পেজে কিশোরগঞ্জের প্রাক্তন বিএনপি নেতা বক্তব্য রেখেছেন।
Published By: Sucheta SenguptaPosted: 05:47 PM Oct 23, 2025Updated: 05:57 PM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ফের দিনবদলের আশায় বুক বাঁধছেন অনেকে। মনে করছেন, শেখ হাসিনা আবারও ফিরবেন। এমনকী বিএনপি নেতারাও পিছিয়ে নেই। কিশোরগঞ্জের প্রাক্তন এক বিএনপি নেতা তথা আইনজীবী 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে যোগ দিলেন আওয়ামি লিগে। বুধবার নিজের সোশাল মিডিয়া পেজে সেই খবর জানিয়েছেন ফয়জুল করিম নামে ওই আইনজীবী। পরে আওয়ামি লিগের স্থানীয় নেতা-কর্মীরাও তাঁর দলে যোগদানের খবর নিশ্চিত করেছেন।

Advertisement

ফয়জুল করিম গত ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলায় বিএনপির আগেকার কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন। কিশোরগঞ্জ সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে। বুধবার তিনি নিজের ফেসবুকে ২ মিনিটের বেশি একটি ভিডিও বার্তা দিয়ে আওয়ামি লিগে যোগদানের কথা ঘোষণা করেন। তাতে ফয়জুলের বক্তব্য, ‘শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

দলবদল সম্পর্কে ফয়জুল করিম বলেন, ‘‘আওয়ামি লিগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামি লিগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামি লিগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’’

ফেসবুক লাইভে তিনি আরও বলেছেন, ‘‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামি লিগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’’ তাঁর দলবদল নিয়ে বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ''বিএনপিতে এখন ফয়জুল করিমের কোনও পদ নেই। তাঁর কথাবার্তাও এখন ঠিক নেই। তাঁর আওয়ামি লিগে যোগদানেরও কোনও গুরুত্ব নেই।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রত্যয়ী!
  • 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান তুলে বাংলাদেশে আওয়ামি লিগে যোগদান প্রাক্তন বিএনপি সদস্যের।
Advertisement