shono
Advertisement
India-Bangladesh Relations

পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতায় ভরসা! দ্বিপাক্ষিক সম্পর্কে সুর 'নরম' ইউনুসের, মোদিকে জবাবি চিঠি

ইদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশবাসীর উদ্দেশে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 09:58 AM Jun 09, 2025Updated: 02:25 PM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের শুভেচ্ছা ঘিরে ভারত-বাংলাদেশের সম্পর্ক (India-Bangladesh Relations) নিয়ে নরম সুর সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। দু'দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতায় ভরসা রাখলেন তিনি। আর এই দুটি বিষয়কে হাতিয়ার করে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। গত সপ্তাহে বাংলাদেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই জবাবি চিঠিতে দু'দেশের সম্পর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন ইউনুস।

Advertisement

গত ৭ তারিখ বিশ্বজুড়ে পালিত হয়েছে ইদ-উল-আজহা বা বকরি ইদ। সেই উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসকে বার্তা পাঠিয়ে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। তাঁর বার্তা ছিল, ‘‘ভারত সরকারের তরফে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা। এ দেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিকও এই উৎসব পালন করেন। এই উৎসব আমাদের আত্মত্যাগের মূল্য বুঝতে শেখায়। আপনার সুস্বাস্থ্যের কামনা করি।’’ বার্তাটি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন ইউনুস। এর উত্তরে নিজের লেখা চিঠিটিও তিনি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন।

জবাবি চিঠিতে ইউনুসের বক্তব্য, ‘‘ইদ উপলক্ষে আপনার এই বার্তাতেই স্পষ্ট, আমাদের দু’দেশের পারস্পরিক মূল্যবোধ অটুট। আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের সকল জনগণকে আমি ইদের শুভেচ্ছা জানাতে চাই। ইদ আত্মত্যাগের চেতনায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নৈকট্য তৈরি করে। আমি নিশ্চিত, আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা দুই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে দিশা দেখাবে।’’

আসলে হাসিনা পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে বলে ঘনঘন অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দমনপীড়ন রুখতে ব্যর্থ বলে আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। ভারতের বিভিন্ন জায়গায় এনিয়ে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে। এই মুহূর্তে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাঁকে প্রত্যর্পণের জন্য মোদি সরকারের উপর চাপ বাড়িয়েছে ইউনুস সরকার। নয়াদিল্লিও পালটা ওপার বাংলার হিন্দু নির্যাতন নিয়ে সরব। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক মোটেই মসৃণ নেই। সম্প্রতি ইদ উপলক্ষে মোদির বার্তা ও ইউনুসের পালটা চিঠি সেই মসৃণতা ফেরাতে পারবে কি? আশা দেখা দিলেও প্রশ্ন থাকছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদ উপলক্ষে ইউনুস সরকারকে বার্তা ভারতের প্রধানমন্ত্রীর।
  • পালটা চিঠিতে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতার কথা লিখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
Advertisement