shono
Advertisement
Bangladesh

'হিজবুত জঙ্গি' মাহফুজই এবার ইউনুসের উপদেষ্টা! 'নতুন' বাংলাদেশ কি জেহাদিদের স্বর্গরাজ্য?

আগামিকাল শুক্রবার আত্মপ্রকাশ ঘটবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:42 AM Feb 27, 2025Updated: 11:58 AM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিই নাকি ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে 'গণ অভ্যুত্থানে'র মাস্টার মাইন্ড। আমেরিকার এক অনুষ্ঠানে সকলের কাছে এভাবেই তাঁর পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া পদে বসলেন সেই মাহফুজ আলম। বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহারির সঙ্গে যুক্ত থাকার নানা অভিযোগও রয়েছে মাহফুজের বিরুদ্ধে। ফলে এরকম একজনের সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এমনিতেই এখন চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে। জামাতের অঙ্গুলিহেলনে দাপিয়ে বেরাচ্ছে মৌলবাদীরা। আর গত বছরে 'জুলাই আন্দোলন'কে হিংসাত্মক করে তুলতে ছাত্রদের মদত দিয়েছিল এই পাকপন্থী জামাতই। 

Advertisement

আগামিকাল শুক্রবার আত্মপ্রকাশ ঘটবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের। তার আগে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম। গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। তৈরি হয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে পড়ুয়াদের একটি নতুন সংগঠনের। যার অন্যতম সমন্বয়ক নাহিদ। ‘হাসিনা হঠাও অভিযানে’ সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে নাহিদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। নতুন রাজনৈতিক দলের নেতা হবেন নাহিদ ইসলাম। তাই তিনি আগেই জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য উপদেষ্টার পদ ছেড়ে দেবেন ।

এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরই উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়ে ইউনুসের মন্ত্রিপরিষদ বিভাগ। মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে' মাহফুজ রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধীদের লিয়াজোঁ কমিটির সমন্বয়কও ছিলেন তিনি। এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। এরপর ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে তিনি কোনও মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। একাধিকবার ভারত বিদ্বেষী নানা কথা বলতেও শোনা গিয়েছে মাহফুজকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামিকাল শুক্রবার আত্মপ্রকাশ ঘটবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের।
  • তার আগে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম।
  • গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ।
Advertisement