shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে নির্বাচন কবে? জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিন ঘোষণা করতে পারেন ইউনুস

বিরোধীদের চাপে পড়ে কি চলতি বছর নির্বাচনে রাজি হবে ইউনুস? সেটাই বড় প্রশ্ন।
Published By: Sucheta SenguptaPosted: 02:44 PM Jul 28, 2025Updated: 03:17 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কি বিরোধীদের চাপে নির্বাচন এগিয়ে আনতে রাজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস? বিরোধী হাওয়া প্রবল হচ্ছে, টের পেয়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত? তেমনই ইঙ্গিত মিলল। জানা যাচ্ছে, দেশের নির্বাচন নিয়ে আগামী মাসেই ঘোষণা করতে পারেন ইউনুস। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে দিনক্ষণ জানানোর সম্ভাবনা।

Advertisement

২০২৪ সালে জুলাই-আগস্টে বাংলাদেশে গণ–অভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন ঘটে। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে এবছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার। জানা যাচ্ছে, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তা জানাতে পারেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সরকারি একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেসব সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করবে অন্তর্বর্তী সরকার। এনিয়ে  জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘‘প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা। দেশে যে অরাজকতা, তার একমাত্র সমাধানের পথ নির্বাচন -এটা অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে।’’

ইসির কাছে সরকারের তরফে থেকে এই সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই পৌঁছনো হবে। অন্যদিকে ৫ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করার বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করবে কমিশন। এখন প্রশ্ন একটাই,  নির্বাচন এগিয়ে আনা নিয়ে যে বিএনপি-সহ অন্যান্য বিরোধীরা বারবার  দাবি তুলছে, সেই চাপে পড়ে দিনক্ষণ এগিয়ে আনবেন ইউনুস? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে দ্রুত নির্বাচন ঘোষণার সম্ভাবনা।
  • জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তা ঘোষণা করতে পারেন ইউনুস।
  • জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনক্ষণ জানানো হতে পারে।
Advertisement