shono
Advertisement
Sheikh Hasina

হাসিনার রাজনৈতিক সক্রিয়তার দায় ভারতের! নয়াদিল্লির উপর চাপ বাড়াল ইউনুসের উপদেষ্টা

'আমরা ভারতের কাছে জবাবদিহি চাইব', হুঁশিয়ারির সুরে বললেন ইউনুসের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম।
Published By: Sucheta SenguptaPosted: 08:35 PM Feb 05, 2025Updated: 09:02 PM Feb 05, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: হাসিনাকে নিয়ে ভারতের উপর ফের চাপ বাড়ানোর চেষ্টা ইউনুসের উপদেষ্টার। যদি ভারতে বসে শেখ হাসিনা কোনও রাজনৈতিক কার্যক্রম চালান, তাহলে তার দায় ভারতকে নিতে হবে। বুধবার বাংলা অ্যাকাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারির সুর শোনা গেল অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম।

Advertisement

বুধবার বাংলা অ্যাকাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই গণ-অভ্যুত্থানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানেই নাহিদ ইসলাম বলেন, ''ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাঁদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের থেকে জানতে চাই। অন্যদিকে, শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তার দায় ভারতকে নিতে হবে এবং অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহি চাইব।'' নাহিদ ইসলামের আরও বক্তব্য, আওয়ামি লিগের নেতা-কর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি মাসজুড়ে ছাত্রজনতা মাঠে আছে, মাঠে থাকবে।''

এর আগে নাহিদই বলেছিলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার ‘টোন’ আওয়ামি লিগের সঙ্গে মিলে যাচ্ছে। নাহিদ ইসলাম একইসঙ্গে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলেও এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বিবিসিকে। বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপড়েন নিয়ে তিনি মন্তব্য করেছিলেন।  এরপর হাসিনার রাজনৈতিক সক্রিয়তার দায় ভারতের উপর চাপিয়ে নাহিদের মন্তব্য নতুন করে সমালোচনার অবকাশ তৈরি করল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতে বসে শেখ হাসিনা কোনও রাজনৈতিক কার্যক্রম চালালে দায় ভারতের!
  • হুঁশিয়ারির সুর ইউনুসের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলামের গলায়।
Advertisement