shono
Advertisement
Kolkata-Dhaka

ইদে গরু-ছাগল 'কুরবানি'তে নিষেধ! ইউনুসের কোপে বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক

আত্মপক্ষ সমর্থনে কলকাতার সংস্কৃতির প্রতি শ্রদ্ধার কথা বলছেন কূটনীতিক শাবাব বিন আহমেদ।
Published By: Sucheta SenguptaPosted: 10:34 PM May 23, 2025Updated: 10:34 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মসূত্রে যে শহরে রয়েছেন, সেখানকার ঐতিহ্যকে সম্মান জানাতে চেয়েছিলেন মাত্র। তাই বকরি ইদে খোলা রাস্তায় গরু, ছাগল 'কুরবানি'তে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ভাবী আধিকারিক শাবাব বিন আহমেদ। সেটিই ছিল তাঁর 'দোষ'। এই 'লঘু পাপে' ইউনুস সরকারের 'গুরু দণ্ড' পেতে হল তাঁকে। কলকাতার উপ হাইকমিশন দপ্তরে তাঁর বদলি বাতিল করে ঢাকাতেই কাজ জারি রাখার নির্দেশ জারি হয়েছে। এমনই খবর বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রে।

Advertisement

জানা গিয়েছে, আগামী জুন থেকে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের দায়িত্ব নেওয়ার কথা ছিল অভিজ্ঞ কূটনীতিবিদ শাবাব বিন আহমেদের। একই সময় বকরি ইদ। জুনের ৬ কিংবা ৭ তারিখ মুসলিম সম্প্রদায়ের এই উৎসব। বকরি ইদে কুরবানি হিসেবে প্রকাশ্য রাস্তায় গরু, ছাগল বলি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু কলকাতার রাস্তায় তা বিশেষ দেখা যায় না। তাই এ শহরের ঐতিহ্যের কথা মাথায় রেখে শাবাব বিন আহমেদ উপ হাইকমিশনের কর্মীদের এই কাজ থেকে বিরত থাকার কথা বলেছিলেন। এই মর্মে তিনি একটি বিজ্ঞপ্তিও পাঠান। অভিজ্ঞ আধিকারিকের এহেন নির্দেশিকার কথা কানে পৌঁছতেই খড়গহস্ত হয়ে ওঠে ইউনুস প্রশাসন। সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয় তাঁর বদলি। জানানো হয়, কলকাতা নয়, ঢাকাতেই কাজ করতে হবে তাঁকে।

এই বিতর্কের আবহে আত্মপক্ষ সমর্থনে শাবাব বিন আহমেদের বক্তব্য, ''আমরা কূটনীতিক হিসেবে নিজেদের দেশের জন্য কাজ করি। আমাদের কর্মস্থল বিভিন্ন দেশে। সেসব দেশের স্থানীয় পরিবেশ, পরিস্থিতি সবই বিবেচনায় রাখতে হয় আমাদের। যে দেশে পোস্টিং দেওয়া হয়, সেখানকার ঐতিহ্যকে আমরা সম্মান করি। কূটনীতিকদের ভরসা করতে হয় নিজের দেশকে।'' অর্থাৎ কলকাতায় কুরবানি-নিষেধাজ্ঞা যে কোনও অন্যায় নয়, তেমনই দাবি বাংলাদেশি কূটনীতিক শাবাবের।

তবে তাঁর কুরবানি বিরোধিতা তাঁর দেশে তো বটেই, কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মীরাও মোটেই পছন্দ করেননি। দায়িত্ব নেওয়ার আগে এই বিজ্ঞপ্তি কতটা আইনানুগ, সেই প্রশ্ন উঠছে। এছাড়া 'প্রথম আলো'র খবর অনুযায়ী, প্রতি বছর কলকাতায় বকরি ইদে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কুরবানির রীতি পালন করে। তাই এবছর কেন ব্যতিক্রম হবে? উঠছে এই প্রশ্নও। জানা গিয়েছে, এর আগে নেদারল্যান্ডসের হেগ শহরে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবাব বিন আহমেদ। এবার কলকাতার দায়িত্ব নেওয়ার কথা ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement