shono
Advertisement
Sheikh Hasina

'শেখ হাসিনা আসবে...', বাংলাদেশে মসজিদের দানবক্সে মুজিবকন্যার প্রত্যাবর্তনের বার্তা!

দানবক্স খুলতেই উঠে এল হাসিনাকে নিয়ে ছড়া ও 'জয় বাংলা' চিরকূট।
Published By: Sucheta SenguptaPosted: 06:33 PM Aug 30, 2025Updated: 06:35 PM Aug 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত মুছে ফেলতে চেয়েও পুরোপুরি সফল নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 'বঙ্গবন্ধু' শেখ মুজিবর রহমান, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা-সহ আওয়ামি লিগের দীর্ঘ ইতিহাস বিস্মৃত করতে চায় ইউনুস সরকার। কিন্তু তাতে ততটা সাফল্য মিলছে না। বাংলাদেশের প্রান্তে প্রান্তে মুজিব, হাসিনার প্রচুর অনুগামী এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। গদিচ্যুত, দেশছাড়া হাসিনাকে তাঁরা ফেরাতে মরিয়া। তারই এক নিদর্শন মিলল বাংলাদেশের কিশোরগঞ্জে এক মসজিদে। সেখানকার দানবাক্স খুলতেই হাতে এল চিরকূট। তাতে লেখা - 'শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে...'। চিরকূটে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু'ও লেখা।

Advertisement

জানা যাচ্ছে, কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাশে রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ। টানা প্রায় সাড়ে চারমাস পর খোলা হয়েছ মসজিদের দানবাক্সটি। ১৪ টি লোহার বাক্স খোলার পর উদ্ধার হয় একটি চিরকূট। তাতে লেখা - ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে/ শেখ হাসিনা বীরের বেশে/ আসবে ফিরে বাংলাদেশে/ জয় বাংলা/জয় বঙ্গবন্ধু।’ কে বা কারা মসজিদের দানবাক্সে অর্থের বদলে এমন চিরকূট দিয়ে গেল, সেই প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, দানবাক্স থেকে মোট ৩২ বস্তা বাংলাদেশ রুপি পাওয়া গিয়েছে। এর আগে এপ্রিলে ৯ কোটি ১৭ লক্ষ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলাশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মহম্মদ হাসান চৌধুরী এবং জেলা জামাত-ই-ইসলামির আমির অধ্যাপক মহঃ রমজান আলি। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মসজিদ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে ফেরানোর বার্তা দেওয়া চিরকূট!
  • বাংলাদেশের কিশোরগঞ্জের মসজিদে অদ্ভূত ঘটনা।
Advertisement