shono
Advertisement

Breaking News

জুলাইয়ে ব্যাঙ্ক বন্ধ ১১ দিন

ইদ থেকে ব্যাঙ্ক ধর্মঘট এবং নির্ধারিত ছুটির জেরেই এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে৷ ঠিক কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ The post জুলাইয়ে ব্যাঙ্ক বন্ধ ১১ দিন appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 AM Jun 26, 2016Updated: 07:32 PM Jun 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসে প্রায় ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ ইদ থেকে ব্যাঙ্ক ধর্মঘট এবং নির্ধারিত ছুটির জেরেই এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে৷ ঠিক কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে-

Advertisement

  • ৩ জুলাই রবিবার সাধারণ নিয়মে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
  • ৬ জুলাই ইদের ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
  • ৯ জুলাই মাসের দ্বিতীয় শনিবার, তাই ব্যাঙ্কের নিয়ম অনুসারে এদিন ছুটি থাকবে৷
  • পরদিন ১০ জুলাই রবিবার, তাই ব্যাঙ্ক বন্ধ৷
  • ১২ ও ১৩ জুলাই ব্যাঙ্ক ধর্মঘট৷ এসবিআই-এর সঙ্গে অন্যান্য সহযোগী ব্যাঙ্কগুলিকে এক করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে  ১২ তারিখ স্টেট ব্যাঙ্কের কিছু সহযোগী ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ তবে পরদিন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস ইউনিয়ন ও অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর তরফে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যাঙ্ক কর্মচারীরা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন৷ তাই প্রায় সব ব্যাঙ্কই ওইদিন বন্ধ থাকবে৷
  • ১৭ জুলাই রবিবার হওয়ায় ফের ব্যাঙ্ক বন্ধ৷
  • ২৩ জুলাই মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ৷
  • ২৪  জুলাই রবিবার, সাধারণ নিয়মেই ব্যাঙ্ক বন্ধ৷
  • ২৯ জুলাই বেসরকারীকরণের প্রতিবাদে আবারও বেশিরভাগ ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
  • ৩১ জুলাই আবার রবিবার, ফলত ব্যাঙ্ক বন্ধ৷

তাই এই মাসে প্রায় ১১ দিনই বিভিন্ন ব্যাঙ্ক বন্ধ থাকার উপক্রম৷ কোনও কোনও ক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলি খোলা থাকতে পারে৷ তবে সব মিলিয়ে গ্রাহকের যথেষ্ট হয়রানির সম্ভাবনা আছে৷ তাই আগেভাগেই ব্যাঙ্কের কাজ মিটিয়ে রাখাই ভাল৷

 

The post জুলাইয়ে ব্যাঙ্ক বন্ধ ১১ দিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement