shono
Advertisement
IPL 2025

প্রথম ম্যাচেই কেকেআর-আরসিবি মহাদ্বৈরথ, প্রকাশিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি

ইডেনেই প্রথম ম্যাচ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়নরা।
Published By: Anwesha AdhikaryPosted: 05:38 PM Feb 16, 2025Updated: 06:22 PM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজে গেল আইপিএলের দামামা। রবিবার বিকেলে মেগা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথামাফিক প্রথম ম্যাচেই খেলতে নামবে কেকেআর। ২২ মার্চ ইডেন গার্ডেন্সের ওই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি। ইডেনেই ফাইনাল খেলা হবে ২৫ মে। সবমিলিয়ে ৭৪টি ম্যাচ খেলা হবে ১৩টি কেন্দ্র জুড়ে।
 

Advertisement

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়নরা খেলতে নামবে। সন্ধে সাড়ে সাতটা থেকে ইডেনে মুখোমুখি হবে কেকেআর-আরসিবি। গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ মাঠে নামবে দ্বিতীয় দিনে। ওই দিনই অর্থাৎ ২৩ মার্চ সন্ধেয় মুখোমুখি আইপিএলের সবচেয়ে সফল দুই দল, অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। চিপকে খেলা হবে 'ক্ল্যাশ অফ টাইটান্স'। দুই দলের ফিরতি ম্যাচ ২০ এপ্রিল, ওয়াংখেড়েতে। 

আইপিএলের প্রথম সপ্তাহেই দাক্ষিণাত্যের হাইভোল্টেজ ম্যাচও দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। ২৮ মার্চ, শুক্রবার ধোনি বনাম কোহলি অর্থাৎ চেন্নাই বনাম আরসিবি ম্যাচ। ৩ মে বেঙ্গালুরুর মাঠে ফের মুখোমুখি হবে দুই দল। ইডেনে প্রথম ম্যাচ খেলার পর টানা দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। মেগা টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুবার খেলতে হবে নাইটদের। বাকি চার প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বে মাত্র একবারই খেলবেন রিঙ্কু সিংরা। তার মধ্যে দুটি হোম ম্যাচ এবং দুটি অ্যাওয়ে ম্যাচ।

গ্রুপ পর্বের পাশাপাশি নকআউটের সূচিও ঘোষণা করা হয়েছে এদিন। ২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওইদিন। পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে ইডেনে, ২৩ মে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে ওই ম্যাচে। ইডেন গার্ডেন্সেই ২৫ মে ফাইনাল খেলা হবে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবমিলিয়ে ৭৪টি ম্যাচ খেলা হবে ১৩টি কেন্দ্র জুড়ে।
  • ২৩ মার্চ সন্ধেয় মুখোমুখি আইপিএলের সবচেয়ে সফল দুই দল, অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।
  • মেগা টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুবার খেলতে হবে নাইটদের।
Advertisement