shono
Advertisement

উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ

নাকা চেকিংয়ে বিহারগামী গাড়ি থেকে উদ্ধার প্রচুর নগদ।
Posted: 10:08 AM Aug 24, 2023Updated: 10:08 AM Aug 24, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার প্রচুর নগদ। এই ঘটনায় অসমের ছ’জনকে আটক করেছে পুলিশ। উপনির্বাচনের আগে ভিন রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে বিপুল নগদ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকার বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং চলছে। বুধবার রাতে শালবাড়ি এলাকাতেও পুলিশ চেক পোস্টে চলছিল নাকা চেকিং। সেই সময় গাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে ১৩ লক্ষ টাকা উদ্ধার হয়। সমস্ত নগদ ৫০০ টাকার নোটে ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলেই আসামের বরপেটার বাসিন্দা।

[আরও পড়ুন: চাঁদের আলোয় ভাসল হুগলি, চন্দ্রযানে ‘চোখ দিয়ে’ ইতিহাস উত্তরপাড়ার জয়ন্তর]

জানা গিয়েছে, বিহারগামী বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কী উদ্দেশ্যে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে খবর, যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়, তাঁরা দুধের ব্যবসা করেন বলে দাবি করেছেন সকলে। মহিষ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন বলেও দাবি। যদিও তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত টাকার স্বপক্ষে বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেনি। তাই সাড়ে ১৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: মিজোরাম দুর্ঘটনায় মালদহের গাঁ উজাড়! কার্যত পুরুষশূন্য চৌদুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement