shono
Advertisement

জঙ্গলমহলের ভোটে মাওবাদী প্রভাবিত এলাকায় কড়া নজর কমিশনের

ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া ও মেদিনীপুর সীমানায় নজরদারিতে বিএসএফ-এর কপ্টার৷ The post জঙ্গলমহলের ভোটে মাওবাদী প্রভাবিত এলাকায় কড়া নজর কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:41 PM May 11, 2019Updated: 03:59 PM May 11, 2019

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মাওবাদী আতঙ্কের দিন শেষ। নেই ভোট বয়কটের জন্য তাদের হুমকিও। তবুও জঙ্গলমহলের ভোটে যেন যুদ্ধের আবহ৷ রাজ্যের জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে রবিবার ভোট। তার আগে শনিবার সকাল থেকে জঙ্গলমহলের আকাশপথে চক্কর কাটছে বিএসএফ–র হেলিকপ্টার৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা যে কপ্টারটি ভোটে নজরদারি চালানোর জন্য নির্বাচন কমিশন কাজে লাগিয়েছে, রবিবার ভোটের দিন চার জেলায় আকাশপথে ঘুরবে সেটি৷ সেখান থেকে দূরবীণের মাধ্যমে ভোট পরিস্থিতির দিকে নজর রাখবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সমতলে থাকছে ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি। চার জেলার ভোটগ্রহণ পর্বে নিরাপত্তার জন্য মোতায়েন চারশো কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী৷ হাতে-হাতে থাকছে মেটাল ডিটেক্টর, স্যাটেলাইট ফোন,ডগ স্কোয়াডও।

Advertisement

[আরও পড়ুন: শান্তনু ঠাকুরের বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা, চাঞ্চল্য বনগাঁয়]

পুরুলিয়া ও ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রায় ৫০০ কিলোমিটারেরও বেশি সীমানা শুক্রবারই সিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। চার জেলাতেই থাকছে নাকা পয়েন্ট, সিসিটিভি, ভিডিওগ্রাফি, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক-সহ কুইক রেসপন্স টিম৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলি থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে৷ জঙ্গলমহলের ভোট ঘিরে আকাশ ও সড়কপথে নির্বাচন কমিশনের এমন নজরদারি দেখে ঝাড়খণ্ড-ওড়িশা সীমানা লাগোয়া বঙ্গভূমে যেন উঠে আসছে যুদ্ধের ছবি৷

[আরও পড়ুন: ভোটারদের মন পেতে গানই ভরসা, পুরুলিয়ায় যুযুধান শাসক-বিরোধী দুই শিবির]

ভোটের আগের দিন, শনিবার বেলা বারোটা নাগাদ আকাশপথে পুরুলিয়ার মাটিতে পা রেখেছেন নির্বাচন উপলক্ষে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি পুরুলিয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তাঁদের নানা অভাব–অভিযোগের কথা শোনেন। বৈঠকের পর তিনি জানিয়েছেন, ‘জঙ্গলমহলে একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। সকলেই নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিন।’

 

জঙ্গলমহলের চার জেলায় মাওবাদী কার্যকলাপ অতীত হলেও অন্দরের খবর, পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাছে ঝাড়খণ্ড সীমানায় তারা যথেষ্টই সক্রিয়৷ ভোটের আগেই তা নিয়ে রিপোর্ট দিয়েছিলেন গোয়েন্দারা। গত মার্চে পুরুলিয়ার বরাবাজারের বেড়াদার পাশে ঝাড়খণ্ড পুলিশকে হুমকি দিয়ে পড়েছিল মাওবাদীরা পোস্টার৷ রবিবার জামশেদপুর কেন্দ্র অর্থাৎ পূর্ব সিংভূম জেলাতেও ভোট৷ ওই দিন কমিশনের চোখ যখন বুথে–বুথে থাকবে, তখন পুরুলিয়া জেলা পুলিশ জঙ্গলমহল-সহ ঝাড়খণ্ড সীমানা এলাকায় টানা ২৪ ঘণ্টা ব্যস্ত থাকবে মাওবাদী দমন অভিযানে৷ অভিযানের নীল নকশা তৈরি হয়ে গিয়েছে শুক্রবারই৷ আসলে জঙ্গলমহলে লোকসভা ভোটে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। তাই জঙ্গলমহলের স্পর্শকাতর  এলাকাকে পুরোপুরি নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন

ছবি: সুনীতা সিং৷

The post জঙ্গলমহলের ভোটে মাওবাদী প্রভাবিত এলাকায় কড়া নজর কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement