shono
Advertisement

ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পাঁচ বছরের শিশু

আহত আরও তিন৷ The post ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পাঁচ বছরের শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Oct 03, 2019Updated: 05:40 PM Oct 03, 2019

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: মহাচতুর্থীর রাতে ঠাকুর দেখে ফিরছিল সে৷ পুজোর আনন্দে ফুটছিল পাঁচ বছরের শৈশব৷ মনে ছিল পঞ্চমীর দিন আরও আনন্দের পরিকল্পনা৷ কিন্তু নিয়ত তাকে সেই সুযোগ দিল না৷ ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে একটি বাড়ির চাল ভেঙে পরে মৃত্যু হল এক পাঁচ বছরের এক শিশু। আহত আরও তিন শিশু৷ মৃতার নাম মিমি বাগদি৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ দক্ষিণপাড়া এলাকায়।

Advertisement

[ আরও পড়ুন: জেএনইউ জয়ের পর ঘরে ফিরল দুর্গাপুরের ঐশী, পুজো কাটবে বামপন্থী বইয়ের স্টলে ]

জানা গিয়েছে, আহত তিন শিশুর নাম আশা বাগদি, শুভশ্রী বাগদি ও রাধা বাগদি। এদের সবারই বয়স চার থেকে আট বছরের মধ্যে। ঘটনার সঙ্গে সঙ্গে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে ভরতি নিয়ে যাওয়া হয় চারজনকে৷ সেখানেই মিমিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের প্রাথমিক চিকিৎসা শুরু হয় গোকর্ণ গ্রামীণ হাসপাতালে। এরপর আশা ও শুভশ্রীকে সংকটজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

[ আরও পড়ুন: ডুয়ার্সে ফের বন্ধ চা বাগান, পুজোর মুখে কর্মহীন বহু শ্রমিক ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া বাড়ির বাইরে বেশ কয়েকজন শিশু দাঁড়িয়ে ছিল। তাদের মাথার উপর হঠাৎ করে টিনের চালটি ভেঙে পড়ে৷ গুরুতর আহত হয় তারা। টিনে চালে মৃত শিশুটির গলার একাংশ কেটে যায়৷ বাকিরা গুরুতর আহত হন৷ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মিমিকে মৃত বলে ঘোষণা করেন৷ এবং বাকিদের চিকিৎসা শুরু করেন৷ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ কীভাবে এই ধরণের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃত শিশুটির দেহ তার বাড়ির লোকেদের হাতে তুলে দেয় কান্দি থানার পুলিশ৷ ঘটনায় উৎসবের মেজাজে এই মর্মান্তিক ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে মিমির পরিবার ও এলাকায়বাসীর মধ্যে৷

The post ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পাঁচ বছরের শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার