Advertisement
টানা তিনবার মধ্যপ্রাচ্যের সেরা রোনাল্ডো, গ্লোব সকার অ্যাওয়ার্ডে আর কে কী পেলেন?
পর্তুগিজ তারকার ১০০০ গোলের অপেক্ষায় নোভাক জকোভিচও।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে ফের আরেক শিরোপা। দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে আরও একবার সম্মানে ভূষিত তিনি। এই নিয়ে টানা তিনবার মধ্যপ্রাচ্যের সেরা প্লেয়ারের তকমা পেলেন আল নাসের তারকা। তবে পুরুষদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন ব্যালন ডি'অর বিজেতা ফ্রান্সের উসমান ডেম্বেলে।
২০২৫ সাল স্মরণীয় রাখার সব কিছুই পেলেন ডেম্বেলে। পিএসজিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতাতে অবদান রেখেছেন। এর আগে পেয়েছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরার পুরস্কার। এবার দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ হলেন ফরাসি তারকা। এই মরশুমে ৩৫টি গোল করেছেন।
এদিকে ফের 'সেরা' হওয়ার দৌড়ে ডেম্বেলের কাছে হেরেছেন লামিনে ইয়ামাল। তবে বার্সেলোনার ১৮ বছর বয়সি তারকা দুটি পুরস্কার পেয়েছেন। সেরা ফরোয়ার্ড হয়েছেন। পাশাপাশি দিয়েগো আর্মান্দো মারাদোনা অ্যাওয়ার্ড জিতেছেন। যা মূলত স্কিলের জন্য দেওয়া হয়।
তবে সব আকর্ষণ একজনের দিকেই। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর বয়সি তারকা এই মরশুমে ৪০টি গোল করেছেন। সম্প্রতি আল আখদৌদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। চলতি মরশুমে টানা ১০ ম্যাচ জিতল তারা। জোড়া গোল করে হাজার গোলের থেকে মাত্র ৪৪ গোল দূরে ক্রিশ্চিয়ানো। অর্থাৎ সব মিলিয়ে রোনাল্ডোর এখন গোল সংখ্যা ৯৫৬।
পুরস্কার নিয়ে তিনি বলেন, "আমার লক্ষ্য আরও বড়। আরও খেলতে চাই। কোথায় খেলছি সেটা কথা না। আমি ফুটবল খেলতে সব সময় উপভোগ করি। আমি আরও ট্রফি জিততে চাই। আমি ১০০০ গোলের রেকর্ড ছুঁতে চাই। যদি কোনও চোট-আঘাত না পাই, তাহলে সেই সংখ্যায় পৌঁছে যাব।"
তবে রোনাল্ডো শুধু পুরস্কার পাননি, দিলেনও। গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেন রোনাল্ডো। তারপর 'জোকার' বলেন, "আমি জানি রোনাল্ডো সত্যিই ১০০০ গোল করতে চায়। যখন ও সেই লক্ষ্যের কথা বলছিল, তখন ওর মুখে সেই তাগিদটা ধরা পড়ছিল।"
২০২৫-এ লুইস এনরিকের কোচিংয়ে চলতি বছরে ছ'টি ট্রফি জিতেছে পিএসজি। তিনি বর্ষসেরা কোচ হয়েছেন। দুর্দান্ত কেরিয়ারের জন্য সম্মানিত হয়েছেন আন্দ্রে ইনিয়েস্তা ও হিদেতোশি নাকাতা।
Published By: Arpan DasPosted: 04:17 PM Dec 29, 2025Updated: 04:17 PM Dec 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
