shono
Advertisement
Canning

ছাগলে কেন গাছ খেল? সালিশিসভায় ধুন্ধুমার! চোখে লঙ্কার গুঁড়ো, ক্যানিংয়ে জখম ৭

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 07:42 PM May 11, 2025Updated: 07:51 PM May 11, 2025

দেবব্রত মণ্ডল, ক্যানিং: ছাগলে গাছ খেয়ে ফেলেছিল বলে অভিযোগ। এই সামান্য কারণে দু'পক্ষের মধ্যে বচসা হয়। সেই বচসা মেটাতেই বসেছিল সালিশিসভা। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। দু'পক্ষের মধ্যে চলে তুমুল হাতাহাতি। অভিযোগ, চোখে লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেওয়া হয়। ঘটনায় দু'পক্ষের মোট সাতজন জখম হয়েছেন। তারা সকলেই হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার রোনিয়া গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই একটি পরিবারের পোষ্য ছাগল অন্যের জমির একটি চারা জামরুল গাছ খেয়ে ফেলেছিল। সেই নিয়ে অশান্তি বাঁধে। ঘটনার মীমাংসার জন্য শনিবার রাতে ওই এলাকায় সালিশিসভা বসেছিল। অভিযোগ পালটা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দু'পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারপিট। অভিযোগ, সেসময় সোরাপ, সুলতান, আবদুল্লা, হাফিজুল মালিরা ইয়াজউদ্দিন মালি ও সুজাউদ্দিন মালিকে বেধড়ক মারধর করে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। অন্যদিকে, সোরাপের অভিযোগ ইয়াজউদ্দিন মালি ও সুজাউদ্দিন মালিরা লোহার রড, লাঠি দিয়ে তাদের পাঁচজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে স্থানীয়রা কোনওরকমে দু'পক্ষকে খান্ত করে। জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই ওই সাতজন চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর। হামলার পরে দু'পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশে না জানিয়ে কেন এলাকায় সালিশিসভা ডাকা হল? সেই প্রশ্নও উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাগলে গাছ খেয়ে ফেলেছিল বলে অভিযোগ। এই সামান্য কারণে দু'পক্ষের মধ্যে বচসা হয়।
  • সেই বচসা মেটাতেই বসেছিল সালিশিসভা। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।
  • দু'পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। অভিযোগ, চোখে লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেওয়া হয়।
Advertisement