shono
Advertisement

প্রার্থী ভেবে সরকারি কর্মচারীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল

অভিযোগ অস্বীকার তৃণমূলের স্থানীয় নেতৃত্বের৷ The post প্রার্থী ভেবে সরকারি কর্মচারীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Apr 10, 2018Updated: 08:04 AM Jan 29, 2019

সৌরভ মাজি, বর্ধমান: মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানো নিয়ে আক্ষরিক অর্থেই রাতারাতি ভোল পালটেছে নির্বাচন কমিশন৷ ফলে বিভ্রান্তিও চরমে৷ বিজ্ঞপ্তি বাতিলের খবর না পেয়ে মঙ্গলবার সকালে বর্ধমান শহরে এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে চলে এসেছিলেন অনেকেই৷ বিরোধীদের অভিযোগ, প্রস্তুতি সেরে রেখেছিলেন শাসকদলের কর্মী-সমর্থকরাও৷ তাঁদের দাপটে প্রায় কেউ-ই মনোনয়ন জমা দিতে পারেননি৷ রেহাই পাননি সেচ দপ্তরের কর্মী দেবাশিস মুখোপাধ্যায়ও৷ প্রার্থী ভেবে ছাপোষা ওই সরকারি কর্মীকেও রীতিমতো রাস্তা ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ৷

Advertisement

[পঞ্চায়েতে টালবাহানা, বিজেপির পর এবার সুপ্রিম কোর্টের পথে বামেরাও]

সোমবার রাতে মনোনয়ন পেশের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন৷ জারি হয় বিজ্ঞপ্তিও৷ মঙ্গলবার সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত এসডিও মনোনয়ন পেশ করা যাবে বলে জানানো হয়৷ কিন্তু, মঙ্গলবার সকালে আবার আচমকাই সেই বিজ্ঞপ্তি বাতিলও করে দেয় কমিশন৷ প্রতিবাদে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি৷ বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে আদালত৷ দিনভর কলকাতায় যখন বিজ্ঞপ্তি বাতিল নিয়ে তোলপাড় চলছে, তখন জেলার নেতা-কর্মীরা কার্যত অন্ধকারে৷ কমিশনে পুরনো নির্দেশ মেনে সকালেই বর্ধমানে এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে চলে এসেছিলেন বিরোধী দলের প্রার্থীরা৷ তবে মনোনয়ন অবশ্য একটিও জমা পড়েনি৷ বিরোধীদের অভিযোগ, সকাল থেকে বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় প্রশাসনিক ভবনের দখল নিয়ে নিয়েছিলেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ প্রত্যেকেরই হাতে ছিল লাঠি৷ তাঁদের নজর এড়িয়ে এসডিও অফিসে ঢুকতেই পারেনি বিরোধীদলের প্রার্থীরা৷ যাঁরা মনোনয়ন পেশ করতে গিয়েছেন, তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে৷ আর এই রাজনৈতিক সংঘর্ষের মধ্যে মার খেয়েছেন এক ছাপোষা সরকারি কর্মচারীও!

[পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, কলকাতার ধর্মতলা-কালীঘাটে সাজ সাজ রব]

সেচ দপ্তরের দামোদর ক্যানাল ডিভিশনে চাকরি করেন দেবাশিস মুখোপাধ্যায়৷ বাড়ি হুগলির চন্দননগরে৷ পঞ্চায়েত নির্বাচনে বর্ধমানে পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন তিনি৷ মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ব্যাগ কাঁধে নিয়ে জেলাশাসকের দপ্তরের দিকে যাচ্ছিলেন দেবাশিস৷ অভিযোগ, শাসকদলে কর্মী-সমর্থকরা তাঁর পথ আটকান৷ ব্যাগে তল্লাশির পর অবশ্য দেবাশিস মুখোপাধ্যায়কে ছেড়ে দেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ এরপর শাসকদলের এক কাউন্সিলর ফের দেবাশিসের পথ আটকান বলে অভিযোগ৷ পরিচয়পত্র দেখতে চান তিনি৷ আর তাতেই একটু বিরক্তি প্রকাশ করে ফেলেন সেচ দপ্তরের কর্মী দেবাশিস মুখোপাধ্যায়৷ ব্যস আর যায় কোথায়! অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে শুরু করেন কাউন্সিলের অনুগামীরা৷ শেষপর্যন্ত শাসকদলের কয়েকজন কর্মীই দেবাশিসবাবুকে উদ্ধার করেন৷ যদিও বর্ধমানে সরকারি কর্মচারীদের হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের স্থানীয় নেতারা৷ তাঁদের দাবি, যাঁরা এই কাজ করেছে, তাঁরা দলের কেউ নয়৷ সকলেই দুষ্কৃতী৷

ছবি: মুকুলেসুর রহমান

[দাদা প্রার্থী জেলা পরিষদে, বোন পঞ্চায়েত সমিতিতে

The post প্রার্থী ভেবে সরকারি কর্মচারীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement