shono
Advertisement

লোকাল ট্রেনের সিটে বসে অচেতন যাত্রী, হাসপাতালে মৃত্যু

সাতসকালে শোরগোল আপ হাসনাবাদ লোকালে। The post লোকাল ট্রেনের সিটে বসে অচেতন যাত্রী, হাসপাতালে মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM Jun 01, 2018Updated: 01:43 PM Jun 01, 2018

তপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট:  সাতসকালে লোকাল ট্রেনে জ্ঞান হারালেন এক যাত্রী। রেল পুলিশ ও অন্য যাত্রীরা যখন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান, ততক্ষণ মারা গিয়েছেন তিনি। শুক্রবার সকালে এই ঘটনায় শোরগোল পড়ে যায় শিয়ালদহগামী হাসনাবাদ লোকালে। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, চলন্ত ট্রেনে হৃদরোগের আক্রান্ত হয়েছিলেন ওই যাত্রী।

Advertisement

[শিশুমৃত্যুর অভিযোগে কাঠগড়ায় টাটা মেডিক্যাল কলেজ, শাস্তির দাবিতে সরব পরিবার]

মৃতের নাম নিতাই মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। রেল পুলিশ জানিয়েছে, মালতীপুর স্টেশন থেকে আপ হাসনাবাদ লোকালে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেন যখন ভ্যাবলা স্টেশনের কাছাকাছি পৌঁছয়, তখন নিতাই মণ্ডলকে সিটের উপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য যাত্রীরা। হাসনাবাদ লোকাল ভ্যাবলা স্টেশনে পৌঁছনোর পর, রেল পুলিশ খবর দেন তাঁরা। সহযাত্রীকে সাহায্যে বছর বত্রিশের ওই যুবককে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ। কিন্তু, বাঁচানো যায়নি। নিতাই মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে অনুমান, চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন নিতাই মণ্ডল। সিটে বসেই জ্ঞান হারান তিনি। বিষয়টি যখন অন্য যাত্রীদের নজরে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার রেলপুলিশ।

[২০ বছরের দাম্পত্যে ইতি, মহিলাকে পণের সামগ্রী ফিরিয়ে দিতে গিয়ে আক্রান্ত পুলিশ]

শিয়ালদহ থেকে বিভিন্ন রুটে লোকাল ট্রেন চলে। অন্যতম ব্যস্ত রুট শিয়ালদহ-হাসনাবাদ। সকাল থেকে এই রুটের লোকাল ট্রেনগুলিতে নিত্যযাত্রীদের ভিড় হয়ে যায়। সাতসকালে লোকাল ট্রেনে শিয়ালদহগামী হাসনাবাদ লোকালে যাত্রী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িযে পড়ে।

[OMG! বহুতলের কার্নিসে ছাগল, উদ্ধার করতে হাজির সিভিক ভলান্টিয়াররা]

The post লোকাল ট্রেনের সিটে বসে অচেতন যাত্রী, হাসপাতালে মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement