shono
Advertisement

পড়া না পারায় ক্লাসরুমের মেঝে চাটানোর অভিযোগ, শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্কুলে

অভিযুক্ত শিক্ষকের নাম সৌমিত্র রায়। The post পড়া না পারায় ক্লাসরুমের মেঝে চাটানোর অভিযোগ, শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্কুলে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:48 PM Nov 25, 2019Updated: 09:48 PM Nov 25, 2019

জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: ক্লাসে পড়া না পারলে ছাত্রছাত্রীদের জিভ দিয়ে ক্লাসরুমের মেঝে চাটানোর অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। এর জেরে স্কুলে এসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর পূর্বপল্লী প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম সৌমিত্র রায়। পরে অভিযুক্ত শিক্ষক ক্ষমা চান ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাবেন না বলে অঙ্গীকার করেন। প্রায় দুঘণ্টা বিক্ষোভ দেখানোর পর তা বন্ধ করেন অভিভাবকরা।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচন ঘিরে দিনভর উত্তপ্ত করিমপুর, চূড়ান্ত হেনস্তার মুখে বিজেপি প্রার্থী জয়প্রকাশ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বপল্লী প্রাথমিক বিদ্যালয়ে মোট চারটি শ্রেণী রয়েছে। আশপাশের এলাকার অনেক ছাত্র-ছাত্রী ওই স্কুলটিতে পড়াশোনা করে। অভিযোগ, পড়া না পারলে অভিযুক্ত শিক্ষক মাঝেমধ্যেই ছাত্র-ছাত্রীদের স্কুল ঘরের মেঝে চাটিয়ে শাস্তি দিতেন। সম্প্রতি মেঝের ময়লা জিভে লেগে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানির হওয়ার পর ক্ষোভ বাড়ছিল অভিভাবকদের মধ্যে।

এর মাঝই গত শনিবার তৃতীয় শ্রেণীর এক ছাত্র পড়া না পারায় একই শাস্তির নিদান দেন সৌমিত্র। বিষয়টি পছন্দ না হলেও শিক্ষকের ভয়ে এই কাজ করতে বাধ্য হয় ওই নাবালক। যদিও নিজের বাড়ি পৌঁছে শিক্ষকের অমানবিক আচরণের কথা পরিবারের সবাইকে খুলে সে। আর সোমবার স্কুলে এসে এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন অভিভাবকরা। স্কুলের শিক্ষকদের একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন৷ অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবি করেন।

[আরও পড়ুন: দামে রাশ টানতে হাতিয়ার সোশ্যাল মিডিয়া, সাতদিন পিঁয়াজ বয়কটের ডাক]

অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা পড়ুয়াদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শেখাবেন সেটাই আমরা জানি। কিন্তু, সৌমিত্র রায় বাচ্চাদের দিয়ে ময়লা চাটাচ্ছেন। এর ফলে শিশুদের শরীরে রোগের সংক্রমণ হতে পারে৷’ ঘন্টা দুয়েক বিক্ষোভ চলে পরে অভিযুক্ত শিক্ষক অভিভাবকদের সামনে এসে ক্ষমা চান। এমন ঘটনা ঘটবে না বলে জানান৷ এবিষয়ে অভিভাবকদের আশ্বস্ত করেন প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষও। এরপরই বন্ধ হয় বিক্ষোভ।

The post পড়া না পারায় ক্লাসরুমের মেঝে চাটানোর অভিযোগ, শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্কুলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement