shono
Advertisement
Alipurduar

চোর সন্দেহে গণপিটুনি! আলিপুরদুয়ারে প্রাণ গেল যুবকের

ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 04:26 PM Apr 27, 2025Updated: 04:26 PM Apr 27, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: চোর সন্দেহে গণপিটুনি! প্রাণ গেল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আলিপুরদুয়ারের জয়গাঁর রায়গাঁও এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম অজয় গোয়ালা। তাঁর বয়স ৩৫ বছর। অভিযোগ, এদিন আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের একটি বাড়িতে ঢুকে পড়েন ওই যুবক। নজরে পড়তেই তাঁকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। উত্তেজিত জনতা অজয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন অজয়।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঠিক কী ঘটেছিল। তা জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে। এদিকে খবর দেওয়া হয়েছে মৃতার পরিবারের সদস্যদের। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। প্রসঙ্গত, বছরের পর বছর কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে, ক্রমাগত গণপিটুনির ঘটনা সামনে আসছে। যার ফলে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এই সমস্যা সমাধানে ২০১৯ সালে বিধানসভায় পাশ হয়েছিল  ‘দ্য ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অব লিঞ্চিং) বিল, ২০১৯’-বিল। তাতে বলা হয়েছিল, গণপ্রহারের শাস্তি মৃত্যুদণ্ড। বিল পাশ হলেও আজও তা আইনে পরিণত হয়নি। এদিকে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোর সন্দেহে গণপিটুনি! প্রাণ গেল যুবকের।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আলিপুরদুয়ারের জয়গাঁর রায়গাঁও এলাকায়।
  • ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তদন্ত।
Advertisement