shono
Advertisement

সাতসকালে বাগডোগরায় দুর্ঘটনা, পিকআপ ভ্যান উলটে জখম কমপক্ষে ৫০ চা শ্রমিক, মৃত ১

দুর্ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক।
Posted: 12:15 PM Sep 14, 2022Updated: 01:27 PM Sep 14, 2022

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: সাতসকালে চা বাগানে কাজে যাওয়ার সময় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল শ্রমিক ভরতি পিকআপ ভ্যান। জখম হয়েছেন কমপক্ষে ৫০ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

Advertisement

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বুধবার সকালে পিকআপ ভ্যানে করে গুলমা চা বাগানে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। কমপক্ষে ৬০ জন ছিল গাড়িতে। বাগডোগরা হাইওয়ে টু-তে আচমকা উলটে যায় পিকআপ ভ্যানটি। রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় ইতিমধ্যেই শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

[আরও পড়ুন: নবান্ন অভিযানে মিনাদেবী পুরোহিতকে নিগ্রহ পুরুষ পুলিশ কর্মীর! সিপির কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের]

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন। তবে ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা .এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত যাত্রীর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি। তবে গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

[আরও পড়ুন: নবান্ন অভিযান: বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ নিয়ে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার