সুমন করাতি, হুগলি: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তেলিনিপাড়া রাজাবাজার এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ একটি বিচালির দোকানে চাঁদা তুলতে আসে কয়েকজন যুবক। সেই সময় দোকানে ছিল একটি আট বছরের নাবালিকা। সেই নাবালিকা বিচালি কিনতে গিয়েছিল বলেই খবর। যুবকদের কোনওকারণে নাবালিকাকে দেখে সন্দেহ হয়। তাঁরা মেয়েটিকে জিজ্ঞাসা করতেই জানতে পারে, নাবালিকাকে বসিয়ে রেখেছিল বৃদ্ধ। অভিযোগ, মেয়েটির সঙ্গে আপত্তিকর আচরণ করে। শ্লীলতাহানি করে দোকানদার কার্তিক সাধুখা।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কাজ শুরু, হবে নতুন ৭ থানা]
বিষয়টা জানাজানি হতেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে যায় ভদ্রেশ্বর থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার করা হয় বৃদ্ধকে। মেয়েটির পরিবারকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তের ভাইয়ের দাবি, তাঁরা দাদাকে ফাঁসানো হয়েছে। অতিরিক্ত চাঁদা দিতে না চাওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান।
