শাহাজাদ হোসেন ও কল্যাণ চন্দ: মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। জানা গিয়েছে, কলকাতা যাচ্ছিলেন মন্ত্রী। এদিন নিমতিতা স্টেশনে নেমে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য ২ নম্বর প্লাটফর্মে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। কে বা কারা এর নেপথ্যে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মন্ত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দে আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রায় ২৩ জন। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। মন্ত্রী-সহ সকলের চিকিৎসা শুরু হয়েছে।
