shono
Advertisement

বাবুল সুপ্রিয়র মিছিল থেকে হামলা, পালটা খুনের চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী

পঞ্চায়েত উপপ্রধানকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ The post বাবুল সুপ্রিয়র মিছিল থেকে হামলা, পালটা খুনের চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Apr 13, 2019Updated: 09:44 AM Apr 13, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রচার মিছিল শেষে  রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবনি৷ শুক্রবার সন্ধে নাগাদ বারাবনি বিধানসভা কেন্দ্রের গৌরান্ডি থেকে মাজিয়াড়া গ্রাম পর্যন্ত লম্বা মিছিল করেন আসানসোলের বিজেপি প্রার্থী৷ অভিযোগ, সেই মিছিল শেষের মুখেই পঞ্চায়েতে উপপ্রধান জিতেন্দ্র কুমারের গাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী, সমর্থকরা৷ উপপ্রধানকে বাঁশ, রড দিয়ে মারা হয়৷ মাথায় গভীর আঘাত নিয়ে তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ বিজেপি প্রার্থী বাবুলের অবশ্য পালটা অভিযোগ, তাঁকে খুনের চেষ্টা করেছিলেন উপপ্রধান জিতেন্দ্র কুমার৷

Advertisement

                                [ রও পড়ুন: রাজনৈতিক বিভেদ ভুলে তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে আড্ডা আলুওয়ালিয়ার]

শুক্রবার বিকেলে বারাবনি বিধানসভা কেন্দ্রের প্রচার কর্মসূচি ছিল তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র৷ বিকেলে গৌরান্ডি থেকে বিরাট মিছিল শুরু হয়ে পৌঁছায় মাজিয়াড়ায়৷ রাস্তার মাঝে বিজেপি প্রার্থী অবৈধ কয়লা খাদানে ঢুকে অভিযান চালান৷ হাতেনাতে ধরে ফেলেন কয়েকজনকে৷ তাঁর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির মদতে এভাবে অবৈধ কয়লা ব্যবসা চলছে৷ এরপর মিছিল ফের এগোতে থাকে৷ সন্ধে নাগাদ মাজিয়াড়ায় তা শেষ হয়৷ সেসময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বারাবনি পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার৷ তাঁর গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো ছিল৷ অভিযোগ, বাবুল সুপ্রিয়র মিছিল থেকে কর্মী, সমর্থকরা তাঁর গাড়ির পতাকা খুলে ফেলে, লোহার রড দিয়ে তাঁকে মারতে থাকেন৷ মাথায় গুরুতর চোট লাগে৷ রাতেই আসানসোল জেলা হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং জেলা তৃণমূল সভাপতি ভি শিবদাসন৷ জিতেন্দ্র তিওয়ারি বিজেপিকে ‘কাপুরুষ’ বলেন৷ তাঁর অভিযোগ, এতজন মিলে একজনকে মারধর করা কাপুরুষের লক্ষ্ণণ৷ বাবুল সুপ্রিয় নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে৷ এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে৷

                                     [ রও পড়ুন: আসানসোলে ভোটপ্রচারের ফাঁকে বেআইনি কয়লা ডিপোতে হানা বাবুলের]

অন্যদিকে, পালটা অভিযোগে সরব স্থানীয় বিজেপি নেতৃত্বও৷ তাঁদের অভিযোগ, ভোটের লড়াই থেকে নিরস্ত করতে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে খুনের চক্রান্ত করেছিল তৃণমূল৷ সূত্রের খবর, শুক্রবার বাবুলের মিছিলে হামলা হতে পারে আগে থেকেই আশঙ্কা করেছিলেন কর্মীরা৷ সেইমতো আসানসোল পুলিশের ডিসিকে জানানোও হয়েছিল৷ বারাবনি এলাকায় শুক্রবার সকাল থেকেই কিছুটা উত্তেজনা ছিল৷ বিজেপির অভিযোগ, শুক্রবার সন্ধেবেলা মাজিয়াড়ায় মিছিল শেষের মুখে দেখা যায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মিছিলের দিকে আসছেন উপপ্রধান জিতেন্দ্র সিং৷ মিছিল যত এগোয়, ততই তিনি বাবুল সুপ্রিয়র দিকে ঘেঁষার চেষ্টা করছিলেন বলে অভিযোগ৷ তাতেই বিজেপির কর্মীদের অনুমান, গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ তবে তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান বলে, প্রার্থীর খুব কাছে আসার চেষ্টা বানচাল করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা৷ তাতেই প্রাণে রক্ষা পেয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী৷ গোটা ঘটনার নেপথ্যে পুলিশ কমিশনারের গাফিলতির অভিযোগ তুলেছেন বাবুল সুপ্রিয়৷ সবমিলিয়ে, বাবুল সুপ্রিয়র প্রচার ঘিরে বেশ উত্তপ্ত বারাবনি এলাকা৷

The post বাবুল সুপ্রিয়র মিছিল থেকে হামলা, পালটা খুনের চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement