জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দায়িত্বভার নিয়েই বনগাঁ পুরসভার দায়িত্বে থাকা অগ্নিকন্যা পার্ক নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান চেয়ারম্যান দিলীপ মজুমদার। শুধু তাই নয়, পার্ক পরিদর্শনে গিয়ে হাতেনাতে অনৈতিক কাজ ধরার দাবি পুর চেয়ারম্যানের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ। তাঁর পালটা দাবি, 'সমস্ত কাজই স্বচ্ছতার সঙ্গে হয়েছে।' বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ পালটা অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, 'বর্তমান চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান দু'জনেই তৃণমূলের। দুর্নীতি হলে অবশ্যই তা তদন্ত করে দেখতে হবে।'
দীর্ঘ টালবাহানার পর গত কয়েকদিন আগেই বনগাঁ পুরসভার (Bangaon Municipality) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল শেঠ। নতুন চেয়ারম্যান নির্বাচিত হন দিলীপ মজুমদার। সোমবার চেয়ারম্যান হিসেবে প্রথম কাজ শুরু করেছেন তিনি৷ দায়িত্ব নিয়েই পুরোদমে কাজে নেমে পড়েছেন দিলীপ মজুমদার। সামনেই বড়দিন ২৫ ডিসেম্বর। অগ্নিকন্যা পার্কে প্রচুর মানুষের সমাগম হয়৷ সে কারণে সোমবার সন্ধ্যাতেই কাউন্সিলরদের নিয়ে অগ্নিকন্যা পার্ক পরিদর্শন করেন পুর চেয়ারম্যান। পার্কের অবস্থা দেখে রীতিমতো আশ্চর্য হন।
এই অগ্নিকন্যা পার্ক নিয়েই বিতর্ক।
দিলীপবাবু বলেন, ''আমরা জানতে পারলাম দীর্ঘদিন ধরে এই পার্কের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে। দু'শো টাকা করে শোয়ার চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে পার্কের মধ্যে।'' এমনকী আশপাশে অনেক আপত্তিকর জিনিসপত্র পড়ে রয়েছে বলেও দাবি নয়া পুর চেয়ারম্যানের। দিলীপবাবুর কথায়, ''পার্কে বিভিন্ন ইভেন্ট বিকল হয়ে পড়ে আছে। আর সেগুলির নামে ফলস বিল দেখিয়ে পুরসভার প্রায় ২২ কোটি টাকা তছরুপ করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান ঘনিষ্ঠ ৭ জনের একটি র্যাকেট এই কাজ করেছে৷'' বিষয়টির তদন্ত হবে বলেও জানিয়েছেন নয়া চেয়ারম্যান।
বেহাল অবস্থা পার্কের।
যদিও অভিযোগ অস্বীকার করে প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, 'পুরসভার যদি কোন কাজ হয় তার জন্য ইঞ্জিনিয়ার আছে। অর্থ দপ্তরের পারমিশন নিতে হয়। সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে।'' তাঁর কথায়, ''২০১১ সাল থেকে ২০২৫ পর্যন্ত কত টাকা এদিক ওদিক হয়েছে তার জন্য আমি নিজে তদন্ত চেয়েছিলাম৷ এর মধ্যেই দেড় মাসের ছুটিতে ছিলাম। এতদিন সব ঠিক ছিল তাহলে এর মধ্যে কীভাবে অগ্নিকন্যা পার্কে অনৈতিক কাজ হল?'' প্রশ্ন প্রাক্তন চেয়ারম্যানের। এই বিষয়ে নাম না করে শাসকদলের অন্য গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল তাঁর। গোপালবাবুর কথায়, ''এর মধ্যে কারা এই ঘটনা করল সেটা বুঝতে হবে।''
পার্কের নর্দমায় ছড়িয়ে আবর্জনা।
এই বিষয়ে বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, ''বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান দুজনেই তৃণমূল৷ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছেন। প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতি হলে তা তদন্ত করে দেখতে হবে।''
