shono
Advertisement
Barasat

থানায় ডেকে মহিলার শ্লীলতাহানি-মারধর! খোদ আইসি-কে তলব করল বারাসত আদালত

আগামী বছরের ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত আইসিকে আদালতে হাজিরা দিতে হবে। এই ঘটনায় বারাসতের পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 10:03 PM Dec 13, 2024Updated: 10:15 PM Dec 13, 2024

অর্ণব দাস, বারাসত: আমডাঙায় বেআইনি গ্যাস গোডাউনে পরপর বিস্ফোরণের পর থানার আইসির বিরুদ্ধে অবৈধ কারবারে মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। তাঁর মন্তব্য ছিল, আইসি-র মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসার তিনি আগে দেখেননি। এই ঘটনার রেশ কাটছে না কাটতেই আমডাঙা থানায় ডেকে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে আইসিকে তলব করল বারাসত আদালত। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত আইসিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আদালতের তরফে বারাসতের পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসের শুরুতে আমডাঙার কুরিগাছি গ্রামে এলাকার দখলদারি-সহ তোলাবাজির অভিযোগে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। ধৃতদের মধ্যে একজনের মাকে ডেকে পাঠানো হয় থানায়। অভিযোগ, থানায় ডেকে ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করেন আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। আক্রান্তকে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর চিকিৎসা হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এই ঘটনার পরই আক্রান্ত মহিলা পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন আইসির বিরুদ্ধে। কিন্তু সুরাহা না হওয়ায় শেষে বারাসত আদালতে তিনি অভিযোগ জানান। বৃহস্পতিবার সেই আবেদন গৃহীত হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারীর আইনজীবী মহিদুল ইসলাম বলেন, "আমডাঙার আইসির বিরুদ্ধে মূলত মক্কেলকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও মক্কেলের ছেলে-সহ এলাকার কয়েকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে।" আদালতে বিচারাধীন বিষয়, তাই এনিয়ে বারাসত পুলিশ জেলার কোনও আধিকারিকই মন্তব্য করতে চাননি। প্রতিক্রিয়া মেলেনি আইসিরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • থানায় ডেকে মহিলার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ।
  • খোদ আইসি-কেই তলব করল বারাসত আদালত।
  • আগামী বছরের ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত আইসিকে আদালতে হাজিরা দিতে হবে।
Advertisement