shono
Advertisement

ছিপ হাতে মাছ ধরতে বসলেন অধ্যাপক! প্রচারে চমক অনুপম হাজরার

দুপুরের কাঠফাটা রোদেই মাছ ধরলেন বিজেপি প্রার্থী৷ The post ছিপ হাতে মাছ ধরতে বসলেন অধ্যাপক! প্রচারে চমক অনুপম হাজরার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:29 PM Apr 20, 2019Updated: 09:29 PM Apr 20, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কথায় বলে, ঘোলা জলে মাছ ধরা৷ জল ঘোলা কি না, সে বিতর্ক থাক৷ এখন খবর এই, বৈশাখের দুপুরে চাঁদিফাটা রোদ্দুরের মধ্যেই পুকুরে মাছ ধরতে বসে গেলেন তৃণমূল থেকে সদ্য বিজেপি যোগ দিয়ে প্রার্থী হওয়া অধ্যাপক অনুপম হাজরা৷ প্রচারে বেরিয়ে সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত প্রার্থীর হাতের ছিপে বড়সড় একটা মাছ দেখে থ মানুষজন৷ অনেকেরই মনে সন্দেহ, সবটাই কি ভোটের জন্য? নাকি সত্যিই মনের আনন্দে মাছ ধরছেন বিজেপি প্রার্থী?

Advertisement

[ আরও পড়ুন :   তৃণমূলের গুন্ডামি বেশিদিন চলবে না, মৃত কর্মীর বাড়িতে এসে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর]

বিদ্রোহ করে দলে ত্যাজ্য হয়েছেন৷ ভোটের মরশুমে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ পুরস্কার হিসেবে বোলপুর কেন্দ্রের বদলে আরও অভিজাত এলাকা যাদবপুরের প্রার্থী হয়েছেন৷ অচেনা জায়গায় একটু দেরিতেই প্রচার শুরু করেছেন পেশায় অধ্যাপক অনুপম হাজরা৷ কিন্তু তাতে কী? যেটুকু সময় বাদ পড়েছে, তা পুরোপুরি পুষিয়ে নিচ্ছেন পরবর্তী সময়ে৷ কখনও পার্টি অফিসে বসে কর্মীদের মিহিদানা বিলি, তো কখনও প্রচারে বেরিয়ে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো, কখনও আবার এলাকার বৃদ্ধার হাতে হাত রেখে পাশে থাকার আশ্বাস৷ আর মুখে সর্বদা হাসি৷ এই রূপেই অনুপম হাজরাকে দেখে আসছেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী৷

[ আরও পড়ুন : দিনের পর দিন বন্ধ স্কুল, মিড-ডে মিল না পেয়ে হতাশ পড়ুয়ারা]

এবার তাঁকে দেখা গেল অন্য রূপে৷ শনিবার সকালের দিকে বারুইপুরের ফুলতলায় প্রচারে বেরিয়েছিলেন অনুপম হাজরা৷ ফুলতলার ২ এবং ৩ নং বাজারে জনসংযোগ করেন৷ আর দুপুরবেলা অনুগামীদের নিয়েই ছিপ হাতে পুকুরে মাছ ধরতে বসেন৷ চড়া রোদ মাথায় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে পাড়ে বসে থাকেন৷ শেষমেশ একটি মাছও ছিপে গেঁথে নেন৷ তারপর জানান, গ্রামের বাড়িতে মাছ ধরার অভিজ্ঞতা তাঁর আছে৷ এতদিন পর আবার মাছ ধরে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছে বলে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন যাদবপুরের বিজেপি প্রার্থী৷ এসব দেখে কিছুটা হতভম্ব হয়ে গিয়েছেন এলাকাবাসী৷ তবে প্রচারে এমন চমক দিয়ে আদৌ কতটা জনসমর্থন আদায় করতে পারবেন নতুন প্রার্থী অনুপম হাজরা, তা বুঝতে এখনও কিছুটা সময়ের অপেক্ষা৷   

The post ছিপ হাতে মাছ ধরতে বসলেন অধ্যাপক! প্রচারে চমক অনুপম হাজরার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement