shono
Advertisement
BJP

'প্রাণ দিয়ে দেশের সম্মান রক্ষা করব', অশান্তির আবহে মাদার্স ডে-তে ভারতমাতার পুজোয় অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
Published By: Tiyasha SarkarPosted: 04:10 PM May 11, 2025Updated: 04:10 PM May 11, 2025

সুমন করাতি, হুগলি: মাদার্স ডে-তে ভারতমাতার পুজোর আয়োজনে বিজেপি। রবিবার পদ্মনেত্রী অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে হুগলিতে ভারত মায়ের পুজো করা হয়। পুজো শেষে বিজেপি নেত্রী বললেন, "প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও দেশের সম্মান রক্ষা করব।" নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

আজ, রবিবার মাদার্স ডে। সকলেই এইদিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করেন। প্রতিদিনই মায়েদের জন্য হলেও আজকের দিনের একটা আলাদা গুরত্ব তো রয়েছেই। কেউ বাড়িতেই উদযাপন করেন। কারও প্ল্যান আবার অন্যরকম। বিশেষ এই দিনে হুগলি বিজেপি সাংগঠনিক কার্যালয়ে ভারতমাতার পুজোর আয়োজন করা হয়। অগ্নিমিত্রা পল ছাড়াও স্থানীয় বিজেপি নেতারা ছিলেন। পুজো শেষে অগ্নিমিত্রা পল বলেন, "একশো চল্লিশ কোটি সন্তানের মা ভারত মা। তাই আজ মাদারস ডে-তে ভারত মায়ের পুজো। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন ভারত মায়ের উপর আঘাত আসছে। তার সন্তানদের উপর আঘাত আসছে। আমরা তাকে রক্ষা করতে অঙ্গীকার বদ্ধ।"

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "উনি এমন আচরন করেন যে আমরা লজ্জিত বোধ করি। এই সময় দাঁড়িয়ে যখন দেশের সব মানুষ দেশের পাশে আছে তখন এধরনের কথা বলা খোঁচা দেওয়া এটা। তৃণমূল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকেই এগুলো আশা করা যায়। বাংলার মানুষ জানে উনি কোন ভাষায় কথা বলেন। তবে এই সময় দাঁড়িয়ে উনি এটা নাও বলতে পারতেন। যখন দেশের হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই একসঙ্গে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট দেখিয়ে আমি জানি না উনি কার প্রিয় পাত্র হতে চাইছেন, কার কাছে নম্বর বাড়াতে চাইছেন!"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাদার্স ডে-তে ভারতমাতার পুজোর আয়োজনে বিজেপি। রবিবার পদ্মনেত্রী অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে হুগলিতে ভারত মায়ের পুজো করা হয়।
  • পুজো শেষে বিজেপি নেত্রী বললেন, "প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও দেশের সম্মান রক্ষা করব।" নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Advertisement