shono
Advertisement

‘পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তায় ফেলে রাখব’, ইসলামপুরে হুমকি দিলীপের

বিজেপির জনসভায় হাজির নিহতদের পরিবার৷   The post ‘পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তায় ফেলে রাখব’, ইসলামপুরে হুমকি দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Oct 06, 2018Updated: 08:55 PM Oct 06, 2018

শংকর রায়, রায়গঞ্জ: পুলিশ যেদিন পিছনে থাকবে না, পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তা ফেলে রাখব৷ কেউ জল দেবে না৷ ইসলামপুর কাণ্ডে নাম না করে শাসকদলকে হুমকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ শনিবার ইসলামপুরের কোর্ট ময়দানে জনসভা করল বিজেপি৷ জনসভা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা৷ বিজেপি সভায় যোগ দিয়েছিলেন নিহত দুই ছাত্রের পরিবারের লোকেরাও৷

Advertisement

[রাজ্যে ফের ছাত্রমৃত্যু, কোচবিহারে দুষ্কৃতীদের মারে প্রাণ গেল কলেজ পড়ুয়ার]

২০ সেপ্টেম্বর৷ উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ গুলিবদ্ধ হয়ে মারা যান দুই ছাত্র৷ গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার দিন গুলি চালিয়ছিল পুলিশই৷ সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিজনেরা৷ এখনও বন্ধ দাঁড়িভিট হাইস্কুল৷ এদিকে এই ইস্যুতে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি৷ ছাত্রমৃত্যুর প্রতিবাদে রাজ্যে বনধ পালন করেছে গেরুয়াশিবির৷ নিহতদের পরিবারের লোকেদের নিয়ে দিল্লি গিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা৷ রাষ্ট্রপতির সঙ্গে দেখা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা৷ জাতীয় মানবাধিকার কমিশনেও নালিশ জানিয়েছে বিজেপি৷ সোমবার ইসলামপুরের কোর্ট ময়দানে জনসভা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ নাম না করে শাসকদলকে হুমকি দিলেন তিনি৷

কী বললেন দিলীপ ঘোষ? বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, ‘দাড়িভিট কাণ্ডের শেষ দেখে ছাড়ব৷ পুলিশ যেদিন পিছনে থাকবে না, পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তা ফেলে রাখব৷ কেউ জল দেবে না৷’ শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও৷ তাঁর প্রশ্ন, ‘পুলিশ গুলি করে দু’জন ছাত্রকে মেরে ফেলল৷ অথচ ময়নাতদন্তে গুলিই পাওয়া গেল না! এ রাজ্যে কি জঙ্গলরাজ চলছে?’ এদিকে বিজেপি নেতারা যখন শাসকদলকে বিঁধছেন, তখন মঞ্চে হাজির নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা৷ এদিকে আবার আগামী ২৭ অক্টোবর দাড়িভিটে পালটা জনসভা করার কথা ঘোষণা করেছে শাসকদল৷  

[ রাতভর মারধরের জের! শেওড়াফুলিতে জিআরপি হেফাজতে বন্দির মৃত্যু]

The post ‘পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তায় ফেলে রাখব’, ইসলামপুরে হুমকি দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement