shono
Advertisement

‘রাজ্যে বিজেপি আসবে না, এনআরসিও হবে না’, অমিত শাহকে জবাব ফিরহাদ হাকিমের

বাম প্রার্থীকে প্রণাম করে সৌজন্য দেখালেন জয়নগরের তৃণমূল প্রার্থী৷ The post ‘রাজ্যে বিজেপি আসবে না, এনআরসিও হবে না’, অমিত শাহকে জবাব ফিরহাদ হাকিমের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Apr 01, 2019Updated: 05:26 PM Apr 20, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: এনআরসি নিয়ে অমিত শাহর জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সোমবার জয়নগরের জনসভা থেকে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘বাংলায় বিজেপি আসবে না, এনআরসিও চালু হবে না৷’ দিন দুই আগে এরাজ্যে প্রচার শুরু করেছেন অমিত শাহ৷ সেখানে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘বিজেপি বাংলার ক্ষমতায় এলে এখানেও এনআরসি চালু হবে৷ বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে৷’ এদিন তারই জবাব দিলেন ফিরহাদ হাকিম৷

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলি আম্বেদকর কলেজ মাঠে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘বাংলার বুকে এনআরসি চালু করবে বলে হুমকি দিচ্ছেন অমিত শাহ। অসমের মত এখানে কোনওদিন এনআরসি চালু হবে না। কারণ, বাংলায় বিজেপি কখনও ক্ষমতায় আসতে পারবে না।’ আত্মবিশ্বাসী কণ্ঠে তাঁর আরও বক্তব্য, ‘এখানে আমাদের দিদি আছেন। মোদির মোটা বাবু এনআরসি করতে পারবে না।’ এদিন অসমে নাগরিকপঞ্জীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি মনে করিয়ে দেন, এর মাধ্যমে অন্তত চল্লিশ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। যার মধ্যে হিন্দু, মুসলমান সবাই রয়েছেন। 

                                       [ আরও পড়ুন: একইদিনে উত্তরে মোদি-মমতার নির্বাচনী সভা, শুরু জোর জল্পনা]

এদিন এই সভা থেকে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকেও একইভাবে সমালোচনা করেন ফিরহাদ হাকিম। কুলতলি জয়নগর এক সময় ছিল বাম দল এসউইসিআই-এর শক্ত ঘাঁটি। তবে এখন এই এলাকায় আর সেঅর্থে কোনও প্রভাব নেই এসইউসিআই-এর। বাম দল হিসাবে আরএসপি এবং সিপিএম এখন ক্ষয়িষ্ণু শক্তি। গত লোকসভাতেও এই এলাকা থেকে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা নস্কর। এবারও লড়াইয়ের ময়দানে তিনি। প্রার্থীর সর্মথনে প্রচারে গিয়ে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘প্রতিমা মণ্ডল হারলেন কি জিতলেন, সেটা বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পার্লামেন্টে উচ্চারিত হবে, এটাই আসল। বাংলায় কোনও ভেদাভেদ নেই৷ এখানে সবাই একসঙ্গে থাকে, একই জল হাওয়ায় বড় হয়। আমাদের বাংলা রামকৃষ্ণের বাংলা। বিবেকানন্দের বাংলা, নজরুলের বাংলা। এখানে কোনও  ভেদাভেদ করা যাবে না। এখানে দাঙ্গা বাধানোর চেষ্টা হচ্ছে।জিএসটির প্রভাবে জিনিসপত্রের দাম বেড়েছে। কর্মসংস্থান নেই। অথচ এই সব না ভেবে এখানে বলছে এনআরসি চালু হবে।’

                            [ আরও পড়ুন:  আদালতে বসিয়ে রেখে প্রচারে বাধা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ দুধকুমার মণ্ডলের]

অসমে যখন এনআরসি চালু হয়, তখন বামপন্থীরা লুকিয়ে ছিলেন বলে তাঁদের আক্রমণ করেছেন কলকাতার মেয়র। তাঁর শ্লেষ, ‘পুরনো বামপন্থীরা নেই, এখনকার বামপন্থীরা বস্তা পচা৷’ আর বিজেপির উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করছেন, কিন্তু তিনি চৌকিদার নন৷ কারণ, তিনি চৌকিদার সেজে নীরব মোদির মত লোকদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। চৌকিদার হয়ে চোরদের তিনি বিদেশে পাঠিয়েছেন।’ এদিন ফিরহাদ হাকিমের সভায় উপস্থিত ছিলেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রার্থী প্রতিমা মণ্ডল, ব্লক সভাপতি গোপাল মাঝি, ও যুব সভাপতি গণেশ মণ্ডল-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সভা শেষে একটি পথ সভা ও রোড শো করেন তৃণমূল প্রার্থী। জামতলা বাজারে এই রোড শো-তে তাঁর দেখা হয়  আরএসপি প্রার্থী সুভাষ নস্করের সঙ্গে। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। বর্ষীয়ান আরএসপি প্রার্থীর পায়ে হাত দিয়েও প্রণাম করেন বয়সে অনেক ছোট  তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল৷ নজির রাখলেন রাজনৈতিক সৌজন্যের৷ 

The post ‘রাজ্যে বিজেপি আসবে না, এনআরসিও হবে না’, অমিত শাহকে জবাব ফিরহাদ হাকিমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement