সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ি পথে ফের বড়সড় দুর্ঘটনা। শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে খাদে উলটে পড়ে গেল যাত্রীবাহী বাস। অটল সেতু ভেঙে দুর্ঘটনা ঘটেছে। অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক অনুমান, বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। বাসে ২০ জনের বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের সকলের অবস্থা কমবেশি সংকটজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশে। রংপোর কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাশে খরস্রোতা তিস্তা নদী। পাহাড়ের চড়াই-উতরাই পথে বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পরে সাহায্যের হাত বাড়ায় সিকিম পুলিশও। দুর্গম এলাকা হওয়ায় খাদে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট প্রতিকূলতার মুখে পড়তে হয় উদ্ধারকারীদের।
একে একে সবাইকে উদ্ধার করে দ্রুত রংপোর হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনা নিয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, ‘‘রংপোয় একটা দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে গিয়েছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছি আমরা। আহত হয়েছেন ২০ জনের বেশি। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছি।’’
দেখুন ভিডিও: